সম্প্রতি ঋষি সৌন্যাক নামের ভারতীয় বংশোদ্ভূত হিন্দুকে ব্রিটেনের অর্থমন্ত্রী করা হয়েছে, এর আগে প্রীতি প্যাটেল নামে ভারতীয় বংশোদ্ভূত এক হিন্দু মহিলাকে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল এবং এখনও তিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। এ ছাড়াও বিশ্বের সমস্থ শীর্ষ কোম্পানিদের শীর্ষ আধিকারিক পদে ভারতীয় রয়েছেন। হিন্দু সমাজ এখন বিশ্বের সমস্থ স্থানে খ্যাতি ও নাম অর্জন করছেন।
অবাক করার বিষয় এই যে, ব্রিটেন ও আমেরিকায় থাকা পাকিস্তানিরাও নিজেদের ভারতীয় বলে পরিচয় দেয়। কারণ সেখানে ভারতীয়দের খ্যাতি, মান সন্মান বেশি। অন্যদিকে পাকিস্তানের নাম শুনলে ব্রিটেনের মানুষজন একটু নাক কুঁচকাতে শুরু করে।
আমেরিকায় সবথেকে শিক্ষিত ও সবথেকে বেশি ট্যাক্স প্ৰদানকারী সমাজ হিন্দুরা। লক্ষণীয় বিষয় এই যে, আমেরিকা ব্রিটেনে হিন্দুদের সংখ্যা বিরাট কিছু নেই। আর তাই হিন্দুরা সেখানে সরাসরি রাজনীতি করতে পারে না। এ জন্য কোনো পদে পৌঁছাতে হলে হিন্দুরা তাদের পরিশ্রম ও দক্ষতা দিয়ে যোগ্য স্থানে পৌঁছায়।
হিন্দু সমাজকে সমস্থ জায়গায় বাহুখুলে স্বীকার করা হচ্ছে সেটা চীন হোক, ব্রিটেন হোক বা আমেরিকা। আমেরিকান বুদ্ধিজীবী রিনি লিন (Renee Lynn) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দু সমাজকে উদেশ্য করে যে কথা বলেছেন তা গর্বের মতো। রিনি লিন অবশ্য যা বলেছেন তা ভারতীয় বুদ্ধিজীবীদের মন্তব্যের সাথে নাও মিল খেতে পারে। রিনি লিন হিন্দু সমাজকে শ্রেষ্ঠ সমাজ বলে আখ্যায়িত করেছেন।
আমেরিকান বুদ্ধিজীবী রিনি লিন বলেছেন যে – “হিন্দুরা বিশ্বের সর্বাধিক সভ্য মানুষ, তারা আইন অনুসরণ করে চলে এবং যেখানেই যায় সেখানে সফলতা লাভ করে।”
Hindus are most law abiding citizens. No matter where they go in the world they remain peaceful & successful. Those shouting that Hindus are intolerant & Hinduism is violent are only trying to justify their bigot religion. Now they are trying to twist Jai Shri Ram as a hate chant
— Renee Lynn (@Voice_For_India) February 17, 2020
https://platform.twitter.com/widgets.js
রিনি লিন আরও বলেছে যে হিন্দুরা খুব সহনশীল এবং হিন্দুদের যারা অসহিষ্ণু বলে তারা আসলে ঘৃণা ছড়ায়, হিন্দুরা কখনই অসহিষ্ণু হয় না, তারা শান্তিতে বসবাস করে এবং বিশ্বের যেখানেই যায় সেখানে সফল হয় তথা খ্যাতি অর্জন করে।
from India Rag https://ift.tt/2SBep8j
Bengali News