নাগরিকতা সংশোধন আইন (CAA) বিরোধী সভায় এআইএমআইএম (AIMIM) এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) মঞ্চ থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া মহিলা আমুল্য লিয়োনার (Amulya Leona) বিরুদ্ধে রাজদ্রোহ এর মামলা দায়ের করা হয়েছে। আমুল্যকে ১৪ দিনের জেলের হেফাজতে পাঠানো হয়েছে।
Karnataka: Amulya (who raised 'Pakistan zindabad' slogan at an anti-CAA rally in Bengaluru, yesterday) & was charged with sedition, sent to 14-day judicial custody pic.twitter.com/vWS55tDZEQ
— ANI (@ANI) February 21, 2020
https://platform.twitter.com/widgets.js
আমুল্যর বয়ান নিয়ে তাঁর বাবাও সমালোচনা করেছে। আমুল্যর দেশ বিরোধী স্লোগানে তাঁর বাবা ক্ষোভ জাহির করে বলেন, আমুল্য যা বলেছে সেটা সহ্য করার মতো না। আমুল্যর পিতা বলেন, তাঁর মেয়ে সিএএ বিরোধী র্যালিতে যেটা করেছে সেটা ভুল। উনি জানান এটা সহ্যনীয় নয়।
মিডিয়ার সাথে কথা বলার সময় উনি বলেন, আমি অনেকবার তাঁকে বলেছি মুসলিমদের সাথে যেন না যায়, কিন্তু সে শোনেনি। আমি ওকে অনেকবার এরকম উস্কানিমূলক বয়ান না দিতেও বলেছি, তাও শোনেনি সে।

আপনাদের জানিয়ে দিই, সিএএ আর এনপিআর এর বিরুদ্ধে আয়োজিত অনুষ্ঠানে আয়োজকদের হুঁশ তখন উড়ে যায়, যখন ওই অনুষ্ঠানে উপস্থিত আমুল্য নামের এক মহিলা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়। সেই সময় এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসিও সেখানে উপস্থিত ছিলেন। উনি তৎক্ষণাৎ এই ঘটনার নিন্দা করেন আর বলেন, আমরা যা করি সব ভারতের জন্যই করি।
from India Rag https://ift.tt/2PaZP5u
Bengali News