নয়া দিল্লীঃ অযোধ্যায় রাম জন্মভূমি আর বাবরি মসজিদ জমি বিবাব মামলায় সুপ্রিম কোর্ট এই মাসেই সিদ্ধান্ত নিতে চলেছে। বহু প্রতিক্ষিত এই মামলায় সবাই নজর গারিয়ে বসে আছে, কিন্তু রায়দানের পর দেশে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। আর এই নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বিচার মন্থন শুরু করে দিয়েছে। অযোধ্যা মামলার রায়াদানের পর দেশে শান্তি আর সম্প্রীতি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে সঙ্ঘ। সম্প্রীতি আর সৌহার্দ্য কিভাবে বজায় রাখতে হবে, সেই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানী দিল্লীর ছতরপুরের আধ্যাত্ম সাধনা কেন্দ্রে RSS এর বরিষ্ঠ নেতারা একটি বৈঠক করে। এই বৈঠক দুই দিন চলে। এই বৈঠকে বিজেপির কার্যকারী সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। এই বৈঠকে প্রধান আলোচনার বিষয় ছিল, অযোধ্যা মামলা নিয়ে কি সিদ্ধান্ত নেবে মহামান্য আদালত। ওই বৈঠকে বলা হয় যে, সিদ্ধান্তের পর দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে।
এছাড়াও বলা হয়েছে যে, এমন কোন কথা যেন না বলা হয়, যেটা কারোর ধর্মানুভাবে আঘাত লাগে। সঙ্ঘের এক বরিষ্ঠ নেতা বলেন, এই অবসরে জন প্রকারের আক্রমণাত্বক মনোভাব যে আপন না করে নেওয়া হয়। বিশেষ করে কোনরকম জুলুস যেন না বের করা হয়। আর কোন সম্প্রদায়কে আঘাত করে যেন কোন কিছু পালন না করা হয়। সঙ্ঘের আরেক বরিষ্ঠ নেতা বলেন, বিজেপি আর সঙ্ঘ মিলে সবরকম প্রচেষ্টা চালাবে, যাতে দেশে শান্তি বজায় থাকে। উনি বলেন, এটা সম্পূর্ণ ভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। মানুষ নিজের ভাবনা এবং উচ্ছ্বাস পালন করার জন্য প্রদীপ জ্বালাতে পারেন। এছাড়াও কোন ধর্মীয় স্থানে গিয়ে প্রার্থনা করতে পারেন। কিন্তু এমন কিছু করবেন না, যাতে দেশের আবহাওয়া খারাপ হবে।
বৃহস্পতিবার হওয়া এই মিটংয়ে RSS প্রধান মোহন ভাগবত, সঙ্ঘের বরিষ্ঠ নেতা ভাইয়া জি জোশি, দত্তাত্রেয় হোসবোলে এবং মোহন বৈদ্য উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের অন্যান্য পদাধিকাররাও উপস্থিত ছিলেন। এই বৈঠকে কাশ্মীরের উন্নয়ন আর সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল এর মতো ইস্যু গুলো নিয়ে চর্চা হয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2C5oIbU
Bengali News