দুর্গাপুরঃ ক্ষমতা চলে গেছে রাজ্য থেকে। এমনকি প্রধান বিরোধী দলের তকমাও চলে গেছে। এরপর ২০১৯ এর লোকসভা ভোটে ধরাশায়ী প্রাক্তন শাসক দল সিপিএম। তারপরেও হাল ছারেনি দলের নেতারা। একের পর এক প্রতিবাদ আন্দোলন করে বরাবর শিরোনামে আসার চেষ্টা চালানো হচ্ছে। এবার এমন এক ঘটনা ঘটে গেলো, যার ফলে ফের শিরোনামে সিপিএম। এবার দলের কাউন্সিলরকে সিপিএম পার্টি অফিসে প্রায় আধঘণ্টা ধরে মারধর করল সিপিএম এর নেতারা। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, যেখানে দলের ক্ষমতা নেই, দিনদিন বিলুপ্ত হচ্ছে ভোট ব্যাঙ্ক, সেখানে অন্তর্দ্বন্দ্ব কি করে হয়?
.
নিজেদের দলের নেতাদের হাতে নিগৃহীত হওয়া প্রাক্তন সিপিএম কাউন্সিলরের নাম অনুপ দাস। উনি এলাকায় স্পষ্ট বক্তা অথবা স্পষ্টবাদী নেতা হিসেবেই পরিচিত। কেউ কোন দোষ করলে উনি কখনো মুখ বন্ধ করে থাকেন না। এমনকি নিজের দলের লোকেদের বিরুদ্ধে কথা বলতেও সময় নেননা। আর ওনার এই স্পষ্টবাদীত্বর জন্য পার্টি অফিসে নিজের দলের নেতাদের হাতেই বেধড়ক মার খেতে হল।
চার দশক ধরে সিপিএম এর কর্মী হয়ে কাজ করে চলেছেন অনুপ দাস, দলীয় নেতৃত্ব নিয়ে বারবার মুখ খুলেছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় দুরগাপুরের বেনাচিতিতে জল খাবার গলিতে সিপিএম এর পার্টি অফিসে নিজের সদস্যপদ নবীকরণ নিয়ে কথা বলতে যান, আর সেখানে উপস্থিত থাকা নেতারা ওনার উপরে চড়ে বসেন।
দলীয় অফিসে নন্দ পাল নামে এক দলীয় কর্মী অনুপ বাবুকে মারধর করা শুরু করে দেন। পরে স্থানীয়রা এসে ওনাকে উদ্ধার করে। ওনাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। উনি জানিয়েছেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দলের জেলা সম্পাদককে সমস্ত ঘটনা জানাবেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির আবেদন করবেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2JHDfyF
Bengali News