নয়া দিল্লীঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে থাইল্যান্ডে গেছেন। সেখানে তিনি ব্যাঙ্ককে যান, আর ব্যাঙ্ককের ন্যশানাল স্টেডিয়ামে হাজার হাজার ভারতীয়দের সম্বোধিত করেন। আমেরিকার হাউডি মোদীর মতই ব্যাঙ্ককে ‘সাওয়াসদি মোদী” (Sawasdee Modi) অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সবথেকে অবাক করা দৃশ্য তখন দেখা যায়, যখন প্রধানমন্ত্রী মোদী ৩৭০ ধারার প্রসঙ্গ তোলেন। প্রধানমন্ত্রী মোদী ৩৭০ ধারার কথা উল্লেখ করলেই, স্টেডিয়ামে অনুষ্ঠান দেখতে আসা সবাই দাঁড়িয়ে পড়েন। মোদী মোদী স্লোগান দিয়ে হাজার হাজার ভারতীয় জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে এর জন্য ধন্যবাদ জানান।
অনুস্থানকে সম্বোধিত করে প্রধানমন্ত্রী মোদী ৩৭০ ধারার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের সরকার ভারতে সন্ত্রাসবাদ আর আলগাওবাদ এর বিজ বপনের কারণ গুলো থেকে রেহাই রেহাই পাওয়ার সিদ্ধান্ত নেয়।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৭০ ধারার বেশিরভাগ আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বলেন, ‘যখন সিদ্ধান্ত সঠিক হয়, তখন তাঁর আওয়াজ গোটা দুনিয়ায় শোনা যায়। আপনারাও জানেন যে, ভারতে কি হয়েছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথা শুনে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক দাঁড়িয়ে পড়েন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এই অভিবাদন ভারতের সংসদ আর সেইসব সাংসদের জন্য হয়েছে, যাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।
#WATCH Thailand: People attending #SawasdeePMModi event in Bangkok, give standing ovation to Prime Minister Narendra Modi as he speaks about abrogation of Article 370 in Jammu & Kashmir. pic.twitter.com/B4izex8EkI
— ANI (@ANI) November 2, 2019
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী গুরুনানক দেবজীর ৫৫০ তম প্রকাশ পর্বেরও উল্লেখ করেন। উনি বলেন, করতারপুর করিডোর ৯ নভেম্বর খুলে যাবে, তীর্থযাত্রীরা বিনা বাধায় করতারপুর করিডোর যেতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাঙ্ককে থাকে ভারতীয়দের সম্বোধিত করে বলেন, ‘ভারতে বিগত পাঁচ বছরে যা পরিবর্তন হয়েছে, সেই কারণে দেশের জনতা এত সমর্থন করে আমাদের আবার ফিরিয়ে এনেছে।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2PBProp
Bengali News