উত্তর প্রদেশের মুজফরনগর এর ডজন খানেক মুসলিম মহিলা ডিএম অফিসে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্দির বানানোর জন্য প্রশাসনকে একটি শ্বেতপত্র পেশ করে। মুসলিম মহিলারা বলেন, প্রধানমন্ত্রী মোদী মুসলিম মহিলাদের জন্য এত কিছু করছেন, তাই আমরা ওনার জন্য একটি মন্দির বানাতে চাই।মুসলিম মহিলা রুবী গজনী বলেন, আমরা প্রধানমন্ত্রী মোদীর জন্য যেই মন্দির বানাচ্ছি, তাঁর জন্য ডিএম সাহিবাকে একটি শ্বেতপত্র দিতে এসেছি। উনি বলেন, মোদীজি আমাদের জন্য এত ভালো ভালো কাজ করছে, আর গোটা বিশ্বে ওনাকে বড়বড় পুরস্কার দেওয়া হচ্ছে। উনি কিছু তো ভালো কাজ করেছে, তাঁর জন্যই এত সন্মান পাচ্ছেন। আর এই জন্য আমরা ওনার মন্দির বানাতে চাই।
রুবী গজনী আরো বলেন, আমরা মুসলিম মহিলারা নিজেদের পয়সা জড় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এই মন্দির বানাচ্ছি। উনি অনেক ভালো ভালো কাজ করেছেন। যাঁদের মাথার উপর ছাদ নেই, তাঁদের ঘর দিয়েছেন। যাঁদের কাঁচা বাড়ি ছিল, তাঁদের জন্য পাকা বাড়ি বানিয়ে দিয়েছেন। যাদের কাছে গ্যাস ছিলোনা, তাদের বিনামূল্যে গ্যাস দিয়েছেন। এছাড়াও অনেক পরিকল্পনা বাস্তবায়ন করেছেন, যার জন্য মুসলিম সমাজ এগিয়ে গেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/323Eak8
Bengali News