নেতাজি সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি, এটা জানার পরেই ইংরেজরা ভয়ভীতি হয়ে পড়ে। তাই তারা পরিকল্পনা করে ক্ষমতা নেহেরু ও জিন্নার হাতে হস্তান্তর করার, ভারতকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করার উদ্যেশে। ভারত-পাকিস্তান ভাগের সময় হায়দ্রাবাদের কট্টরপন্থীরা পাকিস্তানে মিশে যেতে চেয়েছিল। কিন্তু বল্লবভাই প্যাটেল সেনা প্রেরণ করে হায়দ্রাবাদকে ভারতে মিলিয়ে নেন। সেই সময় যারা হায়দ্রাবাদকে পাকিস্তানে মেলাতে চেয়েছিল তাদেরই বংশধর আসাউদ্দিন ওয়েসী ও আকবরউদ্দিন ওয়েসী।
আসাউদ্দিন ওয়েসীর পার্টি AIMIM, এখন ভারতের একটা রাজনৈতিক পার্টি যারা মুসলিম ভোটব্যাঙ্ক তৈরিতে ব্যাস্ত থাকে। মুসলিম ভীড়কে হিন্দুদের বিরুদ্ধে উস্কানি দিয়ে AIMIM পার্টির রাজনীতি চলে। মাঝে মধ্যেই আপত্তিজনক মন্তব্য দেওয়ার জন্য আসাউদ্দিন ওয়েসী ও তার ভাই আকবরউদ্দিন ওয়েসী খবরের শিরোনামে থাকে। আকবরউদ্দিন ওয়েসী সেই ব্যক্তি যিনি হুমকি দিয়ে বলেছিলেন, ১৫ মিনিটে সমস্থ হিন্দুদের শেষ করে দেওয়ার। এখন AIMIM পার্টির মুখ্য আসাউদ্দিন ওয়েসী হিন্দু সংস্কৃতিকে নিয়ে উপহাস করেছেন।
অসাউদ্দিন ওয়েসী রাফেল বিমানের পূজনকে কেন্দ্র করে উপহাস করেছেন। সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং শস্ত্রপূজনের দিন রাফেলের পূজো করেন যা দেখে রীতিমত কটাক্ষ করতে শুরু করেন আসাউদ্দিন ওয়েসী। রাজনাথ সিং রাফালের উপর ওঁ লিখেন এবং লেবু রাফালের চাকার তলায় রাখেন। এটার উপর প্রতিক্রিয়া জানিয়ে আসাউদ্দিন বলেন, যদি লেবু-লঙ্কা দ্বারা সমস্যার সমাধান করা যায় তবে সীমায় কেন লেবু-লঙ্কা ফেলে দেওয়া হচ্ছে না। রাফেল পূজোয় ব্যাবহৃত লেবু-লঙ্কা দেখে বামপন্থী, পাকিস্তানিদের সাথে সাথে অসাউদ্দিন সকলে মিলে হিন্দুদের সংস্কৃতির উপর আক্রমন করেন। যদিও এখন কেও রাফেলে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেনি।
Openly mocks "Nimbu & Mirchi" traditions of Hindus. Carefully watch the gesture when he says "आप हरी मिर्च लगाते, हम खिमे में डालते'
pic.twitter.com/nOmSeLmcjk— iMac_too (@iMac_too) October 10, 2019
জানিয়ে দি, শস্ত্রপূজন সনাতন-হিন্দু সংস্কৃতির একটা অঙ্গ। আসাউদ্দিনের পূর্বপুরুষ যখন ইসলাম কবুল করেনি তখন তারাও কখনো এই সংস্কৃতি পালন করেছেন। হিন্দ সংস্কৃতিই ভারতের সংস্কৃতি, তাই হিন্দুদের সংস্কৃতি নিয়ে সমালোচনার অর্থ দেশের বিরোধিতা করা। তাই লেবু-লঙ্কা নিয়ে হিন্দুদের আস্থায় আহত করার পর বিষয়টিকে মোড় দেওয়ার জন্য বিজেপির উপর আক্রমণ শুরু করেন।আসাউদ্দিন ওয়েসী লেবু-লঙ্কার নিয়ে উপহাস করে হিন্দু সংস্কৃতিকে অন্ধবিস্বাস প্রমাণ করার চেষ্টা করছিলেন। প্রসঙ্গত জানিয়ে দি, আসাউদ্দিন সেই নেতা যিনি রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের সমর্থনে কথা বলেন। আসাউদ্দিন ওয়েসী একবার সকলকে ইসলাম কবুল করিয়ে দেওয়ার কথাও বলেছিলেন। এই ধরণের কট্টর ইসলামিক নেতার থেকে সাম্প্রদায়িক ভাষণ শোনা যাবে এটা স্বাভাবিক।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/3281a1h
Bengali News