বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) চারদিনের ভারত সফরে এসেছেন। বৃহস্পতিবার তিনি নয়া দিল্লী পৌঁছান। ভারতে আসার পর শেখ হাসিনা বলেন, অসমে রাষ্ট্রীয় নাগরিক রেজিস্টার (NRC) নিয়ে বাংলাদেশের কোন সমস্যা নেই। উনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এই ব্যাপারে নিউ ইউর্কে সংযুক্ত রাষ্ট্রের মহাসভা (UNGA) আগেই কথা বলেছেন। আপনাদের জানিয়ে রাখি, ভারত সরকার এনআরসি এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে, যাদের মধ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশি আছে, আর তাঁদের বাংলাদেশে পাঠানোর ব্যাবস্থা করছে সরকার।
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জিজ্ঞাসা করা হয় যে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে সন্তুষ্ট কি না? তখন উনি বলেন, ‘আমার এনআরসি নিয়ে কোন সমস্যা নেই। বাংলাদেশকেও এই নিয়ে চিন্তিত হওয়ার কোন দরকার নেই। কারণ প্রধানমন্ত্রী মোদীর সাথে আমার কথা হয়ে গেছে। সব ঠিক আছে।” বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে অংশ নেওয়ার জন্য ভারতে এসেছেন। উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শনিবার দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত রাষ্ট্রের মহাসভায় অংশ নেওয়ার জন্য নিউ ইউর্ক গেছিলেন। সেখানে ওনার সাক্ষাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হয়েছিল। তখন শেখ হাসিনা এনআরসি ইস্যু তুলে চিন্তা জাহির করেছিলেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাকে ভরসা দিয়ে বলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে ভাল সম্পর্ক আছে। আর এরজন্য বাংলাদেশকে এনআরসি নিয়ে কোন চিন্তা করতে হবেনা।
আপনাদের আরও জানিয়ে রাখি, অসমের এনআরসি তালিকায় নাম যুক্ত করার জন্য ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬৬১ জন মানুষ আবেদন করেছিলেন। সেপ্টেম্বর মাসে জারি করা এনআরসি এর ফাইনাল লিস্টে মোট ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬৬১ জনের মধ্যে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৪ জনকে বাইরে রাখা হয়েছে। আর ৩ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৪ জন আবেদনকারীকে এনআরসি তালিকায় যুক্ত করা হয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/30G9dAN
Bengali News