লখনউ জংশন থেকে নয়া দিল্লী পর্যন্ত চলা আইআরসিটিসি (IRCTC) প্রথম প্রাইভেট ট্রেন তেজস এক্সপ্রেস (Tejas Express) কে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) শুক্রবার সবুজ পতাকা দেখিয়ে রওনা করেন। এটা দেশের প্রথম প্রাইভেট ট্রেন, যেটার সঞ্চালন IRCTC করবে। এই অবসরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তেজসে সফর করা যাত্রীদের শুভেচ্ছা জানান। উনি বলেন, এটা দেশের প্রথম কর্পোরেট ট্রেন। আমি আশা করছি যে, দেশের সমস্ত শহর গুলোকে একে অপরের সাথে যুক্ত করতে এরকম আরও পদক্ষেপ নেওয়া হবে।
দেশের প্রথম কর্পোরেট ট্রেন তেজস এক্সপ্রেসের প্যাসেঞ্জারদের জন্য বিমানের মতো সুবিধা উপলব্ধ করানো হয়েছে। এই স্পেশ্যাল ট্রেনের নাম্বার হল ০০৫০১। ট্রেন কানপুর আর গাজিয়াবাদ উপর দিয়ে দিল্লী পর্যন্ত যাবে। এই ট্রেন নিয়মিত ভাবে আগামী ছয় অক্টোবর থেকে শুরু হতে চলেছে।
IRCTC এর তরফ থেকে ট্রেনের প্রথম যাত্রা করা প্যাসেঞ্জারদের কমপ্লিমেন্ট্রি লাঞ্চ দেওয়া হয়েছে। সের সাথে সাথে উপহারও দেওয়া হয়েছে। উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিকে যাদব, IRCTC এর সিএমডি এমপি মল, পুর্ব রেলওয়ের মহাপ্রবন্ধক রাজীব আগরবাল, IRCTC এর সিআরএম অশ্বিনী শ্রীবাস্তব সমেত রেলের অনেক কর্তা উপস্থিত ছিলেন।
Lucknow: Uttar Pradesh Chief Minister Yogi Adityanath flags off Lucknow-Delhi Tejas Express; says,"It is the first corporate train of the country. I congratulate the first batch of passengers travelling in it & hope such initiatives are taken to connect other cities also" pic.twitter.com/xFEnomW6UA
— ANI UP (@ANINewsUP) October 4, 2019
এই ট্রেনের বিশেষ সুবিধা গুলো হল, পাঁচ মিনিট আগে পর্যন্ত আপনি এই ট্রেনের টিকিট বুক করতে পারবেন। ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বীমা পাবেন। এই ট্রেন সপ্তাহের ছয়দিন চলবে, শুধুমাত্র মঙ্গলবার বন্ধ থাকবে। রিজার্ভেশন করার জন্য ৬০ দিন আগে আবেদন করতে পারবেন। ৬ঃ১৫ মিনিটে লখনউ থেকে দিল্লী পৌঁছে যাবে এই ট্রেন। ৫০ চেয়ারকার ৫ এক্সিকিউটিভ ক্লাস আসন আর বিদেশী পর্যটকদের জন্য থাকবে বিশেষ রিজার্ভেশন।
প্রতিটি কামরায় থাকবে সিসিটিভি ক্যামেরা। স্মোক আর ফায়ার ডিটেকশন সিস্টেম থাকবে এই ট্রেনে। সেন্সর বোর্ড অটোম্যাটিক দরজা। জিপিএস আধারিত প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে। চা, কফি আর ওয়াশিং ম্যাশিন থাকবে এই ট্রেনে। এছাড়াও ফ্রি ওয়াই ফাই এর সুবিধা থাকবে। প্রতিটি সিটে লাগানো থাকবে ফুল এইচডি ডিসপ্লে, যার সাহায্যে আপনি মনোরঞ্জন করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, দেশের প্রথম কর্পোরেট ট্রেন তেজস এক্সপ্রেস লেট হলে, যাত্রীদের জরিমানা দেবে IRCTC কর্তৃপক্ষ।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2nf18FB
Bengali News