ইসলামিক দেশ তুর্কী আরো একবার বিশ্বে উত্তেজনা ছড়ানোর জন্য উৎপাত শুরু করেছে। পরিস্থিতি লাগাতার অশান্তির দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ইরান ও সৌদি আরবের স্থিতিও উত্তেজনা মূলক। সৌদি আরবের দুটি প্লান্টে আক্রমনকে কেন্দ্র করে ইরাককে দোষারোপ করা শুরু হয়েছে। যা নিয়ে স্থিতি গম্ভীর হয়ে উঠেছে। সব মিলিয়ে বিশ্বের পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম সম্ভাবনা প্রবল করছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান গোপনে যুদ্ধের পস্তুতি দিচ্ছে। পাকিস্তানের রেলমন্ত্রী নভেম্বর-ডিসেম্বরে ভারত-পাক যুদ্ধের হুমকি দিয়েছে।
ভারত ও অবশ্য লাগাতার সামরিক শক্তি বৃদ্ধি করছে। ভারতে রাফেল বিমানও চলে এসেছে। এমন পরিস্থিতিতে তুর্কী নতুন করে বিশ্বের উত্তেজনা বৃদ্ধি করছে। ভারত সরকার তুর্কী দ্বারা করা এক তরফা হামলার কড়া নিন্দা করেছে। অন্যদিকে পাকিস্তান তুর্কীর পাশে দাঁড়িয়েছে। তুর্কী সিরিয়ার উপর এক তরফা হামলা করেছে যা নিয়ে ভারত সরকার সমালোচনা করেছে। সিরিয়া ভারত সরকারের মুখে তুর্কীর সমালোচনা শুনে খুশি ব্যাক্ত করেছে। সিরিয়া জানিয়েছেন ভারত সদা সর্বদা তাদের পাশে দাঁড়িয়ে এসেছে।
সিরিয়া পাল্টা ভারতের সমর্থন করে কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলেছে। একইসাথে সিরিয়া পাকিস্তানকে আতঙ্কবাদের আঁতুরঘর বলে সম্বোধন করেছে। সোমবার ভারতে থাকা সিরিয়ার প্রতিনিধি বলেন, আন্তর্জাতিক মঞ্চে ভারত একটা বড়ো আওয়াজ। তুর্কীর সমালোচনা করাই ভারতের সাথে সিরিয়ার সম্পর্ক আরো মজবুত হয়েছে বলে দাবি করেন সিরিয়ার প্রতিনিধি। ভারত সরকার সিরিয়ার রপ্তানির উপর কোনো ঘাটতি করবে না যে বিষয়ে মত প্রকাশ করেন সিরিয়ার প্রতিনিধি।
সিরিয়ার রাজদূত বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অংশ এবং নাগরিকদের স্বার্থে ভারত সেখান থেকে ৩৭০ অনুচ্ছেদ সরিয়ে নিয়েছে। এটি নিখুঁতভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং অন্য কোনও দেশেরও এ বিষয়ে কথা বলার অধিকার থাকে না। সিরিয়া রাজদূত আব্বাস বলেছেন, ভারত সরকার একটি শক্তিশালী সরকার, যার কথা বিশ্বজুড়ে শোনা যাচ্ছে। এর সাথে তিনি বলেন যে ভারত সরকার শিক্ষার্থীদের জন্য ওষুধ, উপবৃত্তি দিয়ে সিরিয়াকে সহায়তা করে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2VTCLKN
Bengali News