রবিবার মথুরার কোসিকলায় মসজিদের কাছের একটি ঝুপরি থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, দুজনেই অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিল। পুলিশ তাঁদের থেকে ৬০০ টাকা নগদ, একটি মোবাইল একটি প্যানকার্ড ও একটি ঘড়ি উদ্ধার করে। পুলিশ এই দুই বাংলাদেশির বিরুদ্ধে বিদেশী অধিনয়ম এবং পাসপোর্ট আইন অনুযায়ী মামলা দায়ের করেছে।
এসএসপি মাথুর জানান, পুলিশের একটি টিম রবিবার রাতে মথুরার কোসিকলা এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে, দুজনই অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিল। তাঁদের কাছ থেকে পরিচয়পত্র চাওয়া হলে, তাঁরা দেখাতে অক্ষম থাকে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দুজনই বাংলাদেশি নাগরিক আর তাঁরা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিল। তাঁরা বিগত ১৫ দিন ধরে মথুরার কোসিকলায় ছিল।
ধৃত বাংলাদেশিদের পরিচয় দিলীপ মণ্ডল পিতা গণেশ মণ্ডল আর তুহিন শেখ পিতা ফাহরুখ শেখ দুজনেরই বাড়ি বাংলাদেশে, একজনের লোধিপুর দ্বিতীয় জনের বাড়ি যশোর। ধৃত বাংলাদেশি নাগরিকেরা জানান যে, তাঁরা ভাঙাচোরা বিক্রির কাজ করে। এই কাজ করে যত টাকা আমদানি হয়, তাতে তাঁদের জীবন চলছে। তাঁরা বিভিন্ন শহরে ভাঙাচোরা এবং প্ল্যাস্টিক বিক্রির কাজ করে।
উত্তর প্রদেশের এখনো এরকম অনেক অবৈধ বাংলাদেশি আছে, যাদের পুলিশ ধরতে পারছেনা। কিছুদিন আগে উত্তর প্রদেশের রাজধানী লখনউতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালানোর কড়া নির্দেশ দিয়েছিল ডিজি। লখনউ এর প্রতিটি বস্তি, রেল স্টেশন, বাস স্টপে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চলেছে প্রশাসন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/32h2fUv
Bengali News