-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বাবরি মসজিদের সমর্থক হাজি মেহবুবের উপর উঠল দেশদ্রোহ এর অভিযোগ!

- October 03, 2019

বাবরি মসজিদের (Babri Masjid) পক্ষকার হাজি মেহবুব (Hazi Mehboob) এর উপরে রাম মন্দির (Ram Mandir) সমর্থক তপস্বী ছাউনি এর উত্তরাধিকারী মহন্ত পরমহংস দাস গুরুতর অভিযোগ এনে অযোধ্যা কোতওয়ালিতে দেশদ্রোহ এর মামলা দায়ের করার দাবি করেছেন। উনি এও বলেন, যদি এই মামলা দায়ের না করা হয়, তাহলে তিনি আদালতের শরণে যাবেন। ওনার অভিযোগে একটি নিজস্ব চ্যানেলে হওয়া পুরনো স্টিং ভিডিওর কথা উল্লেখ করে হাজি মেহবুব এর বিরুদ্ধে দেশদ্রোহ এর মামলা দায়ের করার দাবি করেন।

শোনা যাচ্ছে যে, চ্যানেলের স্টিং অপারেশনে হাজি মেহবুব ৬ই ডিসেম্বর ১৯৯২ সালে করসবেকদের উপর বোমা ফেলার কথা স্বীকার করছেন। ওই ভিডিওতে হাজি মেহবুবকে এটাও বলতে শোনা যাচ্ছে যে, যদি সুপ্রিম কোর্টের রায় হিন্দুদের পক্ষে যায়, তাহলে তিনি অয্যোধ্যায় রাম মন্দিরের জন্য একটাও ইট গাঁথতে দেবেননা। ওই ভিডিওর উপর নির্ভর করে রাম মন্দির সমর্থক পরমহংস দাস হাজি মেহবুব এর বিরুদ্ধে দেশদ্রোহ এর মামলা দায়ের করা দাবি তোলেন।

পরমহংস দাস বলেন, ভাইরাল ভিডিওতে হাজি মেহবুব বিচার বিভাগের উপরেও প্রশ্ন চিহ্ন তুলেছেন। উনি বলেন, পরমহংস দাস বলেন, ওই ভিডিওতে হাজি মেহবুব ১৯৯২ সালে করসেবকদের উপর বোমা ফেলার কথা স্বীকার করেছেন। আর ওই স্টিং ভিডিওর উপরেই নির্ভর করে পরমহংস দাস দেশদ্রোহ এর মামলা দায়ের করার দাবি করেছেন। উনি এও বলেছেন যে, যদি থানায় অভিযোগ না দায়ের হয়, তাহলে তিনি আদালতের শরণে যাবেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/35dzzOi
Bengali News
 

Start typing and press Enter to search