১৪ই অক্টোবর রাম মন্দির নিয়ে শুনানির সময় মুসলিম পক্ষকার রাজীব ধবন রেগে লাল হয়ে যান। যখন তিনি আদালতে উকিলদের যায়গায় বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামীকে দেখেন তখন তিনি রেগে যান। ধবন আদালতে বলেন, এক ব্যাক্তিকেtই গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা ঠিক না। সিজেআই গগোই ধবন কে বলেন, উনি এই ব্যাপারটা দেখবেন। রাজীব ধবন কাগজপত্র দেখাতে দেখাতে বলেন, রীতি-রিওয়াজ কোন মাইন্ড গেম না।
রাজীব ধবন সুপ্রিম কোর্টে জানান, এএসআই ও সেখানে মন্দির থাকার কোন প্রমাণ পায়নি। উনি বলেন, মুসলিম পক্ষ আগাগোড়াই ওই যায়গার মালিক ছিল, হিন্দুরা অনেক পরে ওই যায়গাকে নিজের বলা শুরু করেছে। যদিও উনি বলেন, হিন্দুদের কাছে ওই যায়গার কোন অধিকার নেই, কিন্তু তাঁরা সেখানে প্রার্থনা করতে পারে, প্রার্থনা করা তাঁদের অধিকার।
জন্মভূমি মামলায় শুনানি চলাকালীন আদালতটি আইনজীবীদের দ্বারা ভরে যায়।আদালতের কক্ষে প্রায় ৩০ জন আইনজীবী দাঁড়িয়ে ছিলেন। তবে, রাজীব ধাওয়ান যখনই প্রথম সারিতে বসে সুব্রহ্মণ্যম স্বামীকে দেখতে পান,তখন তিনি এর বিরোধিতা শুরু করেন। সুব্রহ্মণ্যম স্বামীকে দেখে মুসলিম পক্ষের উকিল রেগে লাল হয়ে উঠেন। আদালতের প্রথম সারিতে স্বামীকে শান্তভাবে বসে থাকতে দেখে ধাওয়ান বলেন, স্বামীকে প্রথম সারি থেকে উঠিয়ে দেওয়া হোক।
ধাবন আরো বলেন, স্বামী কোনো পক্ষের প্রতিনিধি করছেন না আর আইনজীবীও নন তাই উনাকে প্রথম সারি থেকে হাটানো হোক। ধাবন আদালতের আইনজীবীদের থেকে এই অনুরোধ করেন। অবশ্য চিফ জাস্টিস উনার কথায় গুরুত্ব দেননি। ধাবন বলেন, তিনি সংসদ ভবনে গেলে তাকে দর্শকদের গ্যালারিতে পাঠানো হয়েছিল। পাল্টা চিফ জাস্টিস বলেন আপনি রাজ্যসভায় বসতে চাইলে সাংসদ হন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MfnvEG
Bengali News