বাজেটের কারণে পুলিশ মহাকুমা থেকে হটিয়ে দেওয়া ২৫ হাজার হোমগার্ড নিয়ে বিভাগীয় মন্ত্রী চেতন চৌহান বলেন, কোন হোমগার্ড বেরোজগার হবেনা। রোটেশনের হিসেবে সমস্ত হোমগার্ডকে কাজ দেওয়া হবে। পুলিশ মহাকুমা থেকে যেই হোমগার্ডের হটানো হচ্ছে, তাঁদের পুরনো বাজেট হিসেবে সামঞ্জস্য করার জন্যও অনুরোধ করা হয়েছে।

উত্তর প্রদেশের মন্ত্রী চেতন চৌহান বলেন, পুলিশ বিভাগের আধিকারিকদের বলা হয়েছে যে, যেই বাজেট ৫০০ টাকার হিসেবে গোটা বছরের আছে, সেই বাজেটেই আপনারা যত গুলো হোমগার্ডকে ডিউটিতে যুক্ত করতে পারবেন, করে ফেলুন।
মন্ত্রী বলেন, যেসব হোমগার্ড আমাদের কাছে আসবে, তাঁদের আবার ডিউটিতে নিযুক্ত করা হবে। কাউকেই বেরোজগার করা হবেনা, আর না তাঁদের বরখাস্ত করা হবে। উনি বলেন অর্থ বিভাগ হোমগার্ডের জন্য আলাদা করে বাজেট দেওয়া জন্য কিছু সমস্যা জাহির করে, আর তারপর থেকেই এই সমস্যার সৃষ্টি হয়। উনি বলেন, কথাবার্তার মাধ্যমে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।
আরেকদিকে, যেসব হোমগার্ড প্রথম থেকেই পুলিশে আইন ব্যাবস্থা আর শান্তি বজায় রাখার জন্য নিযুক্ত ছিল, তাঁদের মধ্যে ৩২ শতাংশ হোমগার্ডে কাটছাঁট করা হয়েছে। মানে প্রায় ১৭ হাজার হোমগার্ডে ডিউটি সমাপ্ত করে দেওয়া হয়েছে। এরমানে এই যে, এই মাসে প্রায় ৪২ হাজার হোমগার্ডের ডিউটি সমাপ্ত করা হয়েছে।
মন্ত্রী জানায়, ডিউটি সমাপ্ত হওয়া মানে চাকরি সমাপ্ত হওয়া না। আমাদের কাছে যা ডিউটি আছে, সেটার মধ্যেই সবাইকে সামঞ্জস্য করে নিযুক্ত করা হবে। এরফলে একটি হোমগার্ড একমাসে যেই ডিউটি করত সেটা কমে যাবে, কিন্তু কেউ বেরোজগার হবেনা। এরআগে কোন হোমগার্ড মাসে ২৫ দিন ডিউটি করলে, এখন সেটা ১৫ দিনের হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2qixbWu
Bengali News