পুরো বিশ্বে হিন্দুদের দেশ বলতে একমাত্র ভারত রয়েছে। কিন্তু এই হিন্দুবহুল ভারত এখন হিন্দু নেতাদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। হিন্দুদের জন্য আওয়াজ তোলা নেতাদের একের পর এক খুন করা হচ্ছে ও খুনের হুমকি দেওয়া হচ্ছে। উত্তর প্রদেশের রাজধানী লখনউতে হিন্দুবাদী নেতা কমলেশ তিওয়ারীর দিনব্যাপী হত্যার পর আর এক হিন্দুবাদী নেতার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, নয়ডায় হিন্দু ধর্মের নেতা এবং উত্তর প্রদেশ নবনির্মাণ সেনার সভাপতি অমিত জানিকে হুমকি দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে বোরখা পরিধান করা এক মহিলা সেক্টর -১৫ এর অমিত জানির কর্পোরেট বাড়িতে গার্ডকে হুমকি দেওয়া খাম দিয়েছিলেন। অমিত বিষয়টি পুলিশকে জানিয়েছিল। এর পরে পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
নয়ডা সেক্টর -২০ থানায় মামলাটি দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে ইউপি পুলিশ জানিয়েছে যে পুলিশকে অমিত জানির অভিযোগে বলা হয়েছে, রবিবার (২০ ,অক্টোবর, ২০১৯) সন্ধ্যায় তিনি সেক্টর ১৫ এ অবস্থিত কর্পোরেট বাড়িতে ছিলেন। তারপরে অটোতে করে একটি মহিলা এলে। বোরখা পরিহিত মহিলা গেটে এসে বেল বাজান। প্রহরী দরজা খুললে, মহিলা একটি খাম দিলেন এবং অমিত জানিকে তা দিতে বলেন। গার্ড অমিত জানিকে সেই খাম প্রদান করেন।
অমিত জানি বলেন, খামের মধ্যে উনি একটা চিটি পান। সেখানে লেখা ছিল কমলেশ তেওয়ারীর পর এবার তোর পালা। যোগীর ছাতিতে চড়ে কমলেশকে মেরেছি, মোদীর ছাতিতে চড়ে তোকে মারবো। এমন কথা লেখা ছিল ওই চিঠির মধ্যে। অমিত জানি পুলিশকে এই বিষয়ে জানিয়েছেন। অমিত জানি তার সুরক্ষা ব্যাবস্থা কড়া করার দাবি তুলেছেন। চিন্তার বিষয় এই যে ভারতের মতো দেশে হিন্দু নেতাদের কেন এমন হুমকি সহ পত্র আসছে। তাও আবার রামমন্দির নির্মানের শুনানি বিষয়ক খবর যখন থেকে তীব্র হয়েছে, তখন থেকে এমন ঘটনাও বেগ ধরেছে। দেশকে অশান্ত করার এক বড়ো প্রয়াস চলছে বলে ধারণা করা হচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2J7GsqV
Bengali News