-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সাত ঘণ্টার বদলে এবার মাত্র ৪০ মিনিটেই ডোকালাম পৌঁছে যাবে ভারতীয় সেনা, নতুন রাস্তা বানালো মোদী সরকার

- October 03, 2019

সীমা সড়ক সংগঠন (BRO) এর বানানো বিকল্প ভীম বেস-ডোকলা সড়ক (Bheem Base-Dokala Road) এর কারণে এবার ভারতীয় সেনার (Indian Army) ডোকালাম উপত্যকায় (Doklam Valley) যাওয়া আগের থেকে অনেক সহজ হয়ে যাবে। এর আগে ভারতীয় সেনাকে ডোকালাম পৌঁছানর জন্য পাহাড়ের সরু রাস্তায় চরাই করতে হত। এতে সাত থেকে আট ঘণ্টা সময় লাগত। কিন্তু নতুন রাস্তা তৈরি হওয়ার কারণে ভারতী সেনা মাত্র ৪০ মিনিটেই ডোকালাম সীমান্তে পৌঁছে যেতে পারবে।

আপনাদের জানিয়ে রাখি, এই ডোকালামেই ভারত আর চীনের সেনা আমনা সামনি চলে এসেছিল। এরপর দুই দেশের মধ্যে ৭৩ দিন পর্যন্ত উত্তেজনা বজায় থাকে। পরে দ্বিপাক্ষিক কথাবার্তার পর উত্তেজনা কমে, আর দুই দেশের সেনা পিছিয়ে আসে। ডোকালামেই চীনের চুম্বী ঘাঁটি আছে। সেখানে ভূটান আর ভারতের সীমান্ত আছে।

শোনা যাচ্ছে যে, ডোকালামে রাস্তা নির্মাণ দুই দেশের মধ্যে সৈন্য সমীকরণ বদলাতে পারে। আপনাদের জানিয়ে রাখি, BRO কে ২০১৫ সালেই রাস্তা নির্মাণের মঞ্জুরি দেওয়া হয়েছিল। ডোকালাম বিবাদের সময় ভারতীয় জওয়ানদের ডোকালামে পৌঁছাতে সাত ঘণ্টা সময় লেগেছিল। এরপর রাস্তা নির্মাণের কাজে জোর দেওয়া হয়েছিল।

BRO জানিয়েছে, তাঁরা ডোকালাম বেস পর্যন্ত যাওয়া রাস্তার নির্মাণ কাজ প্রায় শেষ করে ফেলেছে। এই রাস্তা সিকিম হয়ে ডোকালাম প্রবেশ করবে। এই রাস্তা যেকোন আবহাওয়াতেই ব্যাবহার করা যাবে। এই সড়কের মাধ্যমে যত খুশি ওজন বহন করা যাবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2oIhuHg
Bengali News
 

Start typing and press Enter to search