-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক, ইমরান খান শান্তির দূত: ইঙ্গিত করে বললেন দিগ্বিজয় সিং।

- October 03, 2019

শাস্ত্রে বলা হয়েছে “অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথীব চ “- অর্থাৎ অর্থাৎ অহিংসা পরম ধর্ম , কিন্তু ধর্ম রক্ষার্থে হিংসাত্মক হওয়াটাও ধর্ম । উদাহরণসরূপ ভারতকে স্বাধীন করার জন্য অহিংসা দিয়ে কাজ হয়নি তাই ইংরেজদের বিরুদ্ধে লড়াইতে নামতে হয়েছিল ভারতীয়দের। হিন্দুদের দেব দেবীরাও একহাত দিয়ে সমাজকে আশীর্বাদ করে তো অন্যহাতে অস্ত্র দিয়ে দুষ্টের দমন করে। কিন্তু কিছুজন আছেন যারা হিন্দুদের উপর শুধু অহিংসার বাণী লাগু করতে চাই, প্রতিবাদের ভাষাটুকুও যাতে হিন্দু সমাজ ভুলে যাই তার চেষ্টা করেন কিছুজন।

আপত্তিজনক বক্তব্যের কারণে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং আবারও খবরের শিরোনামে রয়েছেন। এবার তিনি ইমরান খানের নামের সামনে ‘জি’ রেখে তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ‘হিন্দুত্ব হিন্দুত্ববাদের’ বিরুদ্ধে কথা বলেন এবং হিন্দুত্ববাদকে বিপজ্জনক বলেও বর্ণনা করেন। তিনি বলেন যে, মুসলমানদের ধর্মান্ধতা যেমন বিপজ্জনক, তেমনি হিন্দুদের ধর্মান্ধতাও বিপজ্জনক। এমন পরিস্থিতিতে যদি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সাম্প্রদায়িকতা হয় তবে তা দেশের পক্ষে সামলানো খুব কঠিন হবে। উনি একইসাথে প্রধানমন্ত্রী মোদীকে সাম্প্রদায়িক ও ইমরান খানকে শান্তির দূত বলে ইঙ্গিত করেন।

বুধবার ইন্দোরে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি তার ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যকে সমর্থন করেন। জানিয়ে দি, ইমরান খান UNGA তে বলেছেন পুরো বিশ্ব ইসলামের বিরুদ্ধে লেগে পড়েছে। ইমরান খান আরো বলেছিলেন, উগ্র ইসলাম বলে কিছুই হয় না। এখন দিগ্বিজয় সিং ইমরান খানকে সরাসরি সমর্থন করে দিয়েছেন। হিন্দুদের টার্গেট করে দিগ্বিজয় সিং বলেন, সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতার চেয়ে সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতা আরও বিপজ্জনক।

নেহরুকে স্মরণ করে কংগ্রেস নেতা তাঁর বক্তব্য পুনর্ব্যক্ত করেন। গান্ধী জয়ন্তীতে আয়োজিত এই কর্মসূচিতে তিনি গান্ধীকে নিয়েও বক্তব্য রাখেন দিগ্বিজয় সিং। উনি বলেন, সনাতন ধর্মকে আসল সন্মান দিতেন গান্ধীজি। সনাতন ধর্মে সত্য অহিংসতার কথা আছে। আজ অহিংসা সংকটে রয়েছে।লক্ষণীয় যে, দিগ্বিজয় সিংহ তার বক্তব্যের কারণে প্রায়শই আলোচনায় থাকেন, তবে গান্ধী জয়ন্তীর বিষয়ে ইমরান খানের বক্তব্যকে সমর্থন করে, এইভাবে ভারতীয় প্রধানমন্ত্রীর উপর আঙ্গুল তোলা তাঁর পক্ষে নতুন বিতর্ক এনে দিয়েছে। প্রশ্ন উঠছে যে ভারতের বর্তমান পরিস্থিতির কথা যদি হয়, তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের উদাহরণ দেওয়ার দরকার কী ছিল?



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2o4qaaX
Bengali News
 

Start typing and press Enter to search