নিজেদের বাঙালি তথা শ্রেষ্ঠ জাতি বলে গর্ব করা বাংলাদেশ এখন ভারত তথা ভারতীয়দের জন্য ক্যানসারে পরিণত হয়েছে। জানিয়ে দি, গতকাল জলঙ্গি সীমান্ত এলাকায় বাংলাদেশিরা গুলি চালিয়েছে। যাতে ভারতের এক BSF জওয়ান শহীদ হয়েছেন। আচমকা পেছন থেকে গুলি করে ভারতীয় জওয়ানকে হত্যা করেছে বাঙালি বলে গর্ব করা বর্বর বাংলাদেশিরা। গতকাল মাছধরাকে কেন্দ্র করে এলাকায় যে উত্তেজনা ছিল তার সমাধানের জন্য ফ্ল্যাগ মিটিং ডাকা হয়েছিল। বাংলাদেশিরা ভারতের ৩ জন জেলেকে ধরেছিল। যার মধ্যে প্রণব মন্ডলকে ছাড়েনি বাংলাদেশিরা। তাকে ছাড়ানোর জন্য ফ্ল্যাগ মিটিং ডাকা হয়েছিল।


ফ্ল্যাগ মিটিং সাধারণ খুবই শান্তিপূর্ণ হয় কিন্তু নিজেদের আরবের বংশধর মনে করা বাংলাদেশিরা BSF এর উপর গুলি চালায়। বাংলাদেশ বর্ডার গার্ড (BGD) এর হামলায় শহীদ হন ভারতের জওয়ান বিজয়বান সিং। একজন BSF এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রসঙ্গত জানিয়ে দি, ভারতীয়রা বাংলাদেশের এই হামলার বদলা চেয়েছে। তবে ভারত সরকারের সাথে বাংলাদেশের সরকারের খুবই বন্ধুতপূর্ন সম্পর্ক। তাই আদেও সরকার পদক্ষেপ নেবে কিনা তাই নিয়ে প্রশ্নঃ উঠেছে। তবে দুই সরকারের মধ্যে বন্ধুত থাকলেও বাংলাদেশিরা কোনোভাবেই ভারতের হিত চাই না। BSF জওয়ান শহীদ হওয়ার পর বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় আনন্দ উল্লাস শুরু করেছে।
Firozabad: Family members of Border Security Force (BSF) Head Constable, Vijay Bhan Singh who lost his life yesterday after Border Guards Bangladesh (BGB) troops opened fire on BSF party that was trying to trace an Indian fisherman, in mourning. pic.twitter.com/NVobrHK4SI
— ANI UP (@ANINewsUP) October 17, 2019
দুএকজন বাংলাদেশি এও বলেছে যে, আমরা বাঙালিরা ভারত তথা ভারতীয়দের হারিয়ে দেব। ভারতীয় BSF জওয়ানের হত্যা নিয়ে কোনো বাংলাদেশী অনুতপ্ত প্রকাশ করেনি। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্র ভারত বিরোধী শব্দ দেখা গেছে। অন্যদিকে বিজয়বান সিং এর পরিবার একেবারে ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়ার পশ্চিমবঙ্গের মানুষ ও বাংলাদেশিদের মধ্যে বির্তক তৈরি হয়েছে। স্মরণ করিয়ে দি, এটা সেই বাংলাদেশ যাদের স্বাধীনতার জন্য ভারতীয় সেনা লড়াই
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/31onYso
Bengali News