মুরাদাবাদের মুঘলপুরার এক ব্যাক্তিকে তিন তালাক দেওয়া আর পঞ্চম বিয়ে করার জন্য পুলিশ গ্রেফতার করে। মুঘলপুরার বাসিন্দা সিরমন অজিম যখন তাঁর স্বামীকে একের পর এক বিয়ে করার জন্য বাধা দেয়, তখন স্বামী ওয়াসিম অহমেদ তাঁর স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয়।
শুধু তাই নয়, মহিলা জানান যে, তিনি যখন তিন তালাক মেনে নেবেন না বলে জানান, তখন তাঁর স্বামী তাঁর ভাইকে প্রাণে মারার হুমকি দিয়ে জোর করে স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেয়। মহিলা জানান, ১৭ই জুন অভিযুক্ত ওয়াসিম তাঁর ভাই আব্বাসের সামনেই তাঁকে তিন তালাক দেয়। প্রায় চার বছর আগে ওয়াসিমের সাথে বিয়ে হয়েছিল অজিম এর।
মহিলা তাঁর স্বামীর উপর একটি না, পাঁচটি বিয়ে করার অভিযোগ তুলেছেন। নির্যাতিত মহিলা অনুযায়ী, ওনার গুণধর স্বামী এক স্ত্রীকে তাঁদের সাথেই রেখেছে, আর প্রায় দেড় বছর আগে এক যুবতীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে, এক স্ত্রী ওয়াসিমের বিরুদ্ধে অভিযোগ করেছে, কিন্তু বাকি চার স্ত্রী এখনো ওয়াসিমের সাথেই থাকে।
নির্যাতিত মহিলা অনুযায়ী, তিনি ওয়াসিমকে একাধিক বিয়ে করার জন্য বাধা দিয়েছিল, আর সেই জন্য ওয়াসিম তাঁকে তিন তালাক দেয়। এরপর নির্যাতিত মহিলা ভয়ে নিজের বোনের বাড়ি দিল্লী চলে যায়। আর কিছুদিন পর সেখান থেকে মুরাদাবাদ পৌঁছে তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। মহিলার অভিযোগ অনুযায়ী, পুলিশ হুমকি দেওয়া আর মুসলিম মহিলা অধিকার সংরক্ষণ অধিনিয়ম অনুযায়ী অভিযুক্ত ওয়াসিমকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2IRxvlc
Bengali News