কাশ্মীর ইস্যু নিয়ে ভারত আন্তর্জাতিক মঞ্চে আরও সমর্থন পাচ্ছে। এবার মুসলিম প্রধান দেশ সৌদি আরবও ভারতের সমর্থন করল কাশ্মীর ইস্যুতে। সৌদি আরব জানিয়েছে, জম্মু কাশ্মীরে ভারত দ্বারা নেওয়া পদক্ষেপের প্রয়োজনীয়তা তাঁরা বোঝে। বুধবার জাতীয় নিরপত্তা উপদেষ্টা অজিত দোভাল সৌদি আরবের নিরপত্তা উপদেষ্টার সাথে দেখা করেন। এছাড়াও প্রায় দুই ঘণ্টা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন অজিত দোভাল।
Sources: NSA Ajit Doval also had a meeting with Saudi NSA, they discussed issues of national & regional security . https://t.co/LPzAMmmS2Q
— ANI (@ANI) October 2, 2019
উচ্চ পদস্থ সুত্র অনুযায়ী, এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার জন্য গুরুত্বপূর্ণ কথাবার্তা চলে। বৈঠকে, জম্মু কাশ্মীর নিয়ে চর্চা হয়। এরপর প্রিন্স সালমান জানান, কাশ্মীরের জন্য ভারতের সিদ্ধান্ত প্রয়োজনীয়তা অনুযায়ী নেওয়া হয়েছে। প্রসঙ্গত, পাকিস্তান লাগাতার সৌদি আরবের সাথে নিজেদের সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে। এছাড়াও পাকিস্তান সৌদি আরবের সামনে বারবার কাশ্মীর ইস্যু তুলে ধরার চেষ্টা করে। কিন্তু পাকিস্তানের শত প্রচেষ্টার পরেও সৌদি আরব ভারতের সমর্থন করার সিদ্ধান্ত নেয়।
অজিত দোভালের সৌদি আরব যাত্রার ফলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। এনএসএ অজিত দোভাল সৌদির নিজের সমকক্ষ মুসেদ আল এবেন এর সাথেও বৈঠক করেন। উনি রাষ্ট্রীয় আর ক্ষেত্রীয় সুরক্ষা ইস্যু নিয়ে চর্চা করেন। সৌদি আরবের শীর্ষ নেতাদের সাথে দোভালের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2mQdR1g
Bengali News