দিলবাজ ও উসমান ভেবেছিল যে তারা গরু হত্যা করে পালিয়ে যাবে, পুলিশকে ধরতে পারবে না। তবে তারা জানতো না যে উত্তরপ্রদেশের মেরঠ পুলিশের বন্দুকের যে গুলি চালানো হয়েছিল, এই জেহাদীদের গতির চেয়ে অনেক দ্রুত ছিল। খবরে বলা হয়েছে, রবিবার সকালে গো-হত্যাকারী দুষ্কৃতীদের সাথে পুলিশের মুখোমুখি হয়। এই সময়ে, তারা পালানোর চেষ্টা করেছিল, তবে তারা দূরে পালাতে পারার আগেই, মেরঠ পুলিশের বন্দুক থেকে বেরোনো গুলি গুলি কট্টরপন্থীদের উপর লেগে গেছিল।
যোগী পুলিশের এনকাউন্টারে আহত দু’জন জেহাদীকে পুলিশ গ্রেফতার করেছে। এদের থেকে একটা সেন্ট্র গাড়িতে ৩ টি গায়ের মাংস, পিস্তল, কার্তুজ ইত্যাদি পাওয়া গেছে। এক রাস্তায় পুলিশের সাথে দুস্কৃতিদের গাড়ির মুখোমুখি হয়। কিন্তু তারা গাড়ি নিয়ে কোনোক্রমে পলায়ন করে। কিন্তু তৎপর পুলিশের বিশেষ বাহিনী কামান সামলাতে চলে আসে। দুষ্কৃতীদের সিনেমা কায়দায় ধরে ফেলা হয় এবং গুলি চালানো হয়। যাতে দুজন আহত হয় দুজন দুষ্কৃতী। অপরাধীদের এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত জানিয়ে দি, উত্তরপ্রদেশ গুন্ডাগিরি উপদ্রবের জন্য সবথেকে কুখ্যাত হয়েহিল। এখন যোগী আদিত্যনাথের শাসন আসার পর অপরাধ অনেকাংশে কমেছে। তবে এখনও জেহাদী শক্তি সক্রিয় হয়ে রয়েছে। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে সামনে এসেছে। যেখানে হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারিকে কট্টরপন্থীরা হত্যা করেছে। আতঙ্কবাদীদের কায়দায় গলা কেটে এই হত্যা করেছে কট্টরপন্থীরা। ISIS এই ঘটনার সাথে জড়িত বলে অনেকের ধারণা। অবশ্য দেশজুড়ে কট্টরপন্থীদের উপদ্রব চরম সীমায় পৌঁছে গেছে। এর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে RSS স্বয়ংসেবক হত্যার ঘটনা সামনে এসেছিল। যেখানে বন্ধুপ্রকাশ পাল তার গর্ভবতী স্ত্রী ও ৮ বছরের বাচ্চাকে হত্যার খবর এসেছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/33LVDxZ
Bengali News