ভারতে নিজের যুদ্ধ ক্ষমতা বাড়ানোর জন্য স্বদেশী Dhanush Howitzer কামান আর আমেরিকার খতরনাক প্রিসিজন গাইডেড এক্সক্যালিবার আর্টিলারি অ্যামিনেশনকে সেনায় যুক্ত করে। এই খবর সেনা সুত্র থেকে জানা যায়। প্রিসিজন গাইডেড এক্সক্যালিবার আর্টিলারি অ্যামিনেশনে ব্যবহৃত শত্রুর আস্তানায় সঠিক প্রহার কোর্টে সক্ষম। আমেরিকার থেকে ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ার মাধ্যমে এক্সক্যালিবার আর্টিলারি অ্যামিনেশন কিনেছে ভারত। বুরধবার আর্মি কম্যান্ডারদের কনফারেন্সে এই দুই ঘাতক অস্ত্র ভারতীয় সেনায় যুক্ত হওয়ার খবর পাওয়া যায়। এক্সক্যালিবার আর্টিলারি অ্যামিনেশন ৪০ কিমি পর্যন্ত লক্ষ্য ভেদ কোর্টে সক্ষম। জিপিএস সিস্টেমের সাথে যুক্ত এই এক্সক্যালিবার আর্টিলারি অ্যামিনেশন।

ধনুশ তোপ আর এক্সক্যালিবার আর্টিলারি অ্যামিনেশনকে সেনায় যুক্ত করা চাহ্রা আর্মি কনফারেন্সে অন্যান্য ইস্যু নিয়েও কথাবার্তা হয়। এই ইস্যু গুলোর মধ্যে চীফ অফ ডিফেন্স স্টাফের নতুন পদের বিষয়ও যুক্ত ছিল। আর্মি কম্যান্ডার সেইসব সেনা কর্মীদের অনুদান বাড়ানোর প্রস্তাব নিয়েও চর্চা করে, যারা ১০ বছরের সার্ভিসের আগে গুরুতর আহত হয়ে দেশ সেবা থেকে দূরে সরে গেছেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2nVKnzO
Bengali News