-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

TikTok-এ অ্যাকাউন্ট খোলা বিশ্বের প্রথম রাজনৈতিক দলের খেতাব পেলো আসাদুদ্দিন ওয়াইসির AIMIM

- September 25, 2019

আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) এর দল এআইএমআইএম (AIMIM) সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকে (TikTok) নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করে ফেলল। সোনা যাচ্ছে যে, মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন এর প্রধান লক্ষ্য হল, টিকটক এর মাধ্যমে দেশের যুব সমাজের সাথে জড়িত হওয়া।

আপনাদের জানিয়ে রাখি, ভারতে প্রায় ২০ কোটি TikTok ইউজার আছে। AIMIM এর অফিসিয়াল TikTok অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ৭ হাজারের বেশি ফলোয়ার্স আছে, আর তাঁদের প্রায় ৭৫ শতাংশের বেশি ভিডিও ৬০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।

শোনা যাচ্ছে যে, ওয়াইসির দল AIMIM সোশ্যাল মিডিয়া অ্যাপ TikTok এর মাধ্যমে ভারতের যুব সম্প্রদায়ের সাথে যুক্ত হতে চাইছে। বর্তমানে শুধুমাত্র ভারতে TikTok ব্যাবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়নের অধিক। আর TikTok ২০১৯ এর প্রথম তিনমাসে ভারতের সর্বাধিক ডাউনলোড করা সোশ্যাল মিডিয়া অ্যাপ হয়ে উঠেছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুককেও পিছনে ফেলে দিয়েছে TikTok। ওয়াইসির দলের দাবি করে জানায় যে, তাঁদের দল সোশ্যাল মিডিয়া অ্যাপ TikTok এ অফিসিয়াল অ্যাকাউন্ট খোলা ভারতের প্রথম রাজনৈতিক দল।

AIMIM প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি TikTok এ একটি ভিডিও শেয়ার করেন, যেখানে উনি দেশের মানুষকে তাঁদের দলের প্রধান অফিসে আসার জন্য অনুরোধ করেন। উনি এও বলেন যে, ওনার দলের দরজা সাধারণ মানুষের জন্য সবসময় খোলা আছে। যেকোন ধর্ম আর জাতি হোক না কেন, ওনার দলের দরজা সবার জন্য খোলা। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্প ‘সবকা সাথ, সবকা বিকাশ” নিয়ে কটাক্ষ করেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2lPW0He
Bengali News
 

Start typing and press Enter to search