ভারতের তিন সেনার স্পেশ্যাল অপারেশন ডিভিশন গুজরাটে পাকিস্তানের সীমান্তের পাশে নিজেদের প্রথম যুদ্ধ অভ্যাস সেরে নিলো। এই ডিভিশন এই যুদ্ধ অভ্যাসের মাধ্যমে জঙ্গিদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এর মতো অপারেশন করার জন্য নিজেদের প্রস্তুত করছে।
গুজরাটের নলিয়ায় আর্মড ফোর্স এর স্পেশ্যাল অপারেশন ডিভিশন সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য নিজেদের প্রথম যুদ্ধ অভ্যাস করল। এই অপারেশনের কোড নেম ছিল ‘স্মেলিং ফিল্ড”। নালিয়ার আশেপাসে রণনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ ভারতীয় বায়ুসেনার এয়ার বেস আর আর্মি বেস আছে। নালিয়া কচ্ছ জেলার অংশ।
এই যুদ্ধ অভ্যাসের সময় আর্মি, নেভি আর এয়ারফোর্স একসাথে অংশ নেয়। স্পেশ্যাল ফোর্সের অপারিটিক্স জঙ্গিদের বিরুদ্ধে অপারেশনকে সাকসেসফুল করার জন্য এই প্রাক্টিস করল। এই সময় তাঁরা সেই সমস্ত পরিস্থিতি গুলোর সন্মুখিন করার জন্য ড্রিল অভ্যাস করে, যেগুলো জঙ্গিদের সাথে মোকাবিলা করার সময় কাজে লাগবে।
প্রতিরক্ষা বিভাগের সাথে যুক্ত সুত্রের থেকে জানা যায় যে, শনিবার নলিয়ায় এই ড্রিল অভ্যাস সম্পন্ন হয়েছে। সেখান থেকে এটাও জানা যায় যে, নতুন তৈরি করা এই ডিভিশন এখন আরও বেশি করে অপারেশন করবে, কারণ তাঁরা ভবিষ্যতে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য নিজেদের প্রস্তুত রাখতে চায়। আর্ম ফোর্স স্পেশ্যাল ডিভিশনের প্রধান মেজর জেনারেল অশোক ধিংরাকে করা হয়েছে।

স্পেশ্যাল অপারেশন ডিভিশনের অন্তর্গত সমস্ত তিন সেনার বিশেষ কম্যান্ডোদের একসাথে ট্রেনিং দেওয়া হবে। সেনার তিনটে বিভাগই আলাদা আলাদা ভাবে কাজ করে। কিন্তু এবার স্পেশ্যাল অপারেশন ডিভিশনের মাধ্যমে তিনটি বিভাগের একটি কম্যান্ড আর কন্ট্রোল স্ট্রাকচারের অন্তর্গত কাজ করা হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2m4KiIX
Bengali News