শনিবার বজরং দল (Bajrang Dal) ‘ডান্ডিয়া আর গরবা” (Garba Dandiya) এর আয়োজকদের জানিয়েছে যে, মুসলিমদের অনুষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। আর এর জন্য অনুষ্ঠানে ঢোকানোর আগে সবার আধার কার্ড (Aadhar Card) পরীক্ষা করতে হবে। সংগঠন আয়োজকদের জানায়, অ-হিন্দুদের বিশেষ করে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার জন্য প্রবেশ স্থলে আধার কার্ড যেন অনিবার্য করা হয়।
বজরং দল আয়োজকদের একটি চিঠি লিখে জানিয়েছে যে, বিগত কয়েক বছরে অ-হিন্দু যুবকেরা এইরকম অনুষ্ঠানে এসে মহিলাদের সাথে দুর্ব্যাবহার করেছে। এর সাথে সাথে বজরং দল এও জানিয়েছে যে, ওই অ-হিন্দু যুবকেরা তাঁদের সাথে মারপিট করে, যারা ওই মহিলাদের সন্মান বাঁচানোর জন্য আওয়াজ তোলেন।
সংগঠন জানিয়েছে যে, ইভেন্ট ম্যানেজার অ-হিন্দু বাউন্সারদের কাজে রাখছে, আর এরাই ওই উপদ্রবিদের অনুষ্ঠানে ঢোকার ছাড়পত্র করে দিচ্ছে। এর জন্যই বিগত কয়েক বছরে অনুষ্ঠানে ঝামেলার সৃষ্টি হচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2mGdeHO
Bengali News