-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

লতা মঙ্গেশকরকে জন্মদিনের বড়ো উপহার দিতে চলেছে মোদী সরকার। দেওয়া হবে বড়ো উপাধি।

- September 27, 2019

স্বর কোকিলা লতা মঙ্গেশকরের জন্মদিনের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গৌতম রাজ্যপাঠ্যের সংরক্ষণাগার থেকে তাঁর বোন ও গায়ক উষা মঙ্গেশকরের চিত্রের একটি সংকলন প্রকাশ করে। উনার ৯০ তম জন্মদিনে সড়কার উনাকে বড়ো উপাধি দিয়ে ভূষিত করতে চলেছে। লতা মঙ্গেশকর ২৮ সেপ্টেম্বর ২০১৯ এ ৯০ বছর বয়সী হবে। উনাকে জন্মদিন উপলক্ষে মোদী সরকার তাঁকে ডটার অফ দি ন্যাশন তথা ‘জাতির কন্যা’ উপাধিতে ভূষিত করবেন।

লতা মঙ্গেশকর একজন বলিউড গায়িকা যার মিষ্টি কন্ঠ এর সবাই ভক্ত। যদিও এখন তিনি বলিউড থেকে দূরে রয়েছেন এবং তার গানগুলি আজকের গানে শোনা যাচ্ছে না। তবুও উনার পুরানো গানের সামনে আজকের হিট থেকে হিট গানগুলি ছোট হয়ে যায়। তাঁর দীর্ঘ বলিউড কেরিয়ারে তিনি ‘লাগা গা গাল’ এবং ‘এক প্যার কা নাগমা হ্যায়’ সহ অনেক চিরসবুজ গান দিয়েছেন।

লতা মঙ্গেশকরকে দেশের কন্যা উপাধি প্রদান করা হবে। গত সাত দশকে সংগীত জগতে উনার অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হবে। লতা মঙ্গেশকরকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উপাধি প্রদান করা হবে। সংগীত জগতে উনার অবদান ব্যাপক, উনাকে উপাধি দেওয়া অর্থ প্রতিভাকে প্রনাম জানানো।  তাই মোদী সরকার উনাকে দেশের কন্যা উপাধি দিয়ে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছেন। লতা মঙ্গেশকরকে উনার ৯০ তম জন্মদিনে এই উপাধি দিয়ে ভূষিত করা হবে।

বিশ্বের নানা প্রান্ত থেকে লতা মঙ্গেশকরকে জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা পাঠানো শুরু হয়েছে। ভারতে সংগীত জগৎ এ উনি দিদি হিসেব পরিচিত। অনেক আবার উনাকে মা বলেও সম্বোধন করেন। লতা মঙ্গেশকরের সাথে কাজ করা ব্যাক্তিরা নিজেকে সৌভাগ্যবান মনে করেন। কারণ উনার মতো প্রতিভার জন্ম বিশ্ব এ খুব কম হয়। তাই সরকার উনাকে উপাধি দিয়ে এক প্রশংসনীয় কাজ করতে চলেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2naWgB3
Bengali News
 

Start typing and press Enter to search