
এখনো পর্যন্ত আপনি পাগল প্রেমী অথবা সরকারের বিরুদ্ধে প্রদর্শনকারীকে ট্যাঙ্কি, ব্রিজ অথবা কোন উঁচু যায়গায় উঠে প্রদর্শন করতে দেখেছেন। কিন্তু উত্তর প্রদেশের প্রয়াগরাজে সোমবার ১৬ই আগস্ট সোমবার এমন কিছু হল, যেটা দেখে পুলিশ আর প্রশাসনের নাভিশ্বাস উঠে যায়। রাতের অন্ধকারে এই হাই ভোল্টেজ ড্রামা দেখার জন্য শয়ে শয়ে মানুষ এসে ভিড় জমান।
আসলে, সোমবার রাতে এক যুবক আজব ড্রামা শুরু করে। যুবক হাতে তেরঙ্গা লিয়ে যমুনা ব্রিজের মাথায় উঠে যায়। যখন সেই খবর স্থানীয় মানুষ পায়, তখন সবাই তাঁরা এসে ব্রিজের তলায় ভিড় জমাতে শুরু করে। পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মধ্য রাত পর্যন্ত ওই যুবক আর ব্রিজের মাথা থেকে নামেনি।
অনেকক্ষণ পর ওই যুবক একটি লোহার প্লেটে চিঠি বেঁধে পুলিশ এবং জনগণের জন্য একটি বার্তা পাঠায়। ওই চিঠিতে লেখা ছিল, ‘যতক্ষণ না চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সাথে ইসরো যোগাযোগ করতে পারছে, ততক্ষণ আমি ব্রিজ থেকে নামব না।” সে এও লেখে যে, ল্যান্ডার বিক্রমের সাথে ইসরোর যোগাযোগ করিয়ে দিতে, সে চন্দ্রদেবের কাছে প্রার্থনা করবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2AmEkH4
Bengali News