উত্তরপ্রদেশের ফারুকাবাদে ১০ বছরের বাচ্চাকে যৌন শোষণ এবং হত্যার ঘটনা সামনে এসেছে। ঘটনার অপরাধী আসিফকে(২৬ বছর বয়সী) গ্রেফতার করা হয়েছে। আসিফকে পুলিশ ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। আসলে আসিফ নামের যুবকটি যৌনতার খুবই আসক্ত এবং সে এইভাবে অনেক বাচ্চাকে তার শিকার বানিয়েছে। ৪ বছর বয়সী থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের উপর কু নজরে দেখতো আসিফ। তৎপর সুযোগ পেলে তাদেরকে নিজের নোংরা ইচ্ছার শিকার বানাতো। আসিফ পুলিশকে জানিয়েছে যে সে এখন অবধি ৬ জন শিশুকে তার শিকার বানিয়েছে।
পলিশের ধারণা আসিফ সংখ্যা কমিয়ে বলছে। সম্ভবত এই কুখ্যাত অপরাধী আরো অনেকে বাচ্চার সর্বনাশ করেছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২০ সেপ্টেম্বর, ১০ বছর বয়সী এক বাচ্চার লাশ ফারুকাবাদের সদর কোতয়ালী এলাকার একটি কূপে পাওয়া যায়। পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে, শ্বাসরোধে শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছিল।
এই মামলার তদন্ত শুরু করেছিলেন পুলিশ টিমের ইনচার্জ রাজীব সিংহ। আসিফ পুলিশকে জানিয়েছে, ছাগল সনাক্ত করার অজুহাতে বাচ্চাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল। সেখানে সে শিশুটিকে ধর্ষণ করেছিল। বাড়িতে পৌঁছে শিশুটি তার পরিবারের কাছে ঘটনাটি জানায় ক্ষিপ্ত আসিফ তখন নিরীহ বাচ্চাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশটি কূপের মধ্যে ফেলে দেয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন আরও জানা গেছে যে আসিফ শিশুদের ধর্ষণ না করতে পেলে পাগল হয়ে যেত। অর্থাৎ সেক্স এর প্রতি আসিফ খুবজ আসক্ত।
পুলিশের সামনে আসিফ আরও জানিয়েছেন যে সে ছোট বাচ্চাদের টফি-বিস্কুট দেওয়ার অজুহাতে ডাকত এবং নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করত। একই সঙ্গে সে শিশুদের কাউকে কিছু না বলার কঠোর নির্দেশও দিত, তথা হত্যার হুমকি দিত। ভীত শিশুরা নিজের শোষণের বিরুদ্ধে কখনও মুখ খোলেনি। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরে পুলিশ ওই এলাকার শিশুদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদকালে শিশুরা কাঁদতে কাঁদতে নিষ্ঠুর আচরণের পুরো ঘটনা জানায়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2m96RfS
Bengali News