প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ১৬ বছর বয়সী যুবককে অভিনন্দন জানিয়েছেন। আসলে প্রিয়ব্রত নামে এক যুবক মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইতিহাস রচনা করেছেন। তাঁর সাফল্যের জন্য প্রধানমন্ত্রী মোদী চামু কৃষ্ণ শাস্ত্রীর টুইটকে ঋত্বিক করে ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন যে প্রিয়ব্রতের এই অর্জন বহু লোকের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
এই পরীক্ষাকে তেনালী পরীক্ষাও বলা হয়। এতে ভারতীয় বেদ ও অস্ত্র নিয়ে অধ্যয়ন করা হয়। এই পরীক্ষার ১৪ টি স্তর রয়েছে। শিক্ষার্থীরা সমস্ত স্তর পাস করার জন্য খুব কঠোর পরিশ্রম করে। মাত্র ১৬ বছর বয়সে প্রিয়ব্রত এই পরীক্ষার সব স্তরে উত্তীর্ণ হয়ে ইতিহাস রচনা করেছেন। প্রিয়ব্রত তার মা অপর্ণা এবং বাবা দেবদত্ত পাটিলের সহায়তায় এই অবস্থান অর্জন করেছেন। তাঁর পিতা বেদ শিক্ষায় তাকে পুরোপুরি সমর্থন করেছিলেন। প্রায়শই বাবা-মা তাদের বাচ্চাদের শাস্ত্র শেখানোর জন্য এগিয়ে যায় না, তবে প্রিয়ব্রতের বাবা-মা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
Excellent!
Congratulations to Priyavrata for this feat. His achievement will serve as a source of inspiration for many! https://t.co/jIGFw7jwWI
— Narendra Modi (@narendramodi) September 8, 2019
ভারতে যুগ যুগ থেকে শাস্ত্রের অধ্যয়ন হয়ে আসছে। যদিও বার বার বিদেশী আক্রমন হওয়ার পর ভারতের সেই শিক্ষা ব্যাবস্থা এখন প্রায় বিলুপ্তের মুখে। ইংরেজরা ভারত থেকে গুরুকূল ব্যাবস্থা মুছে ফেলার জন্য যে ষড়যন্ত্র করেছিল তা সফল হয়েছে। এখন ভারতে যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে তা মেকেলে শিক্ষা ব্যবস্থা। তবে এখন ভারতীয়রা ধীরে ধীরে আবার শাস্ত্রের প্রতি তথা নিজেদের শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2ZKlrfz
Bengali News