জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা দেখে স্বরাষ্ট্র মন্ত্রক অমরনাথ যাত্রী এবং কাশ্মীর থেকে পুর্নার্থীদের সুরক্ষিত যায়গায় যাওয়ার পরামর্শ দিয়েছিল। কয়েকটি সংবাদ মাধ্যম এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে পাওয়া একটি ভিডিও অনুযায়ী, ভারতীয় সেনা পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়ে পাক অধিকৃত কাশ্মীরের ৩০ কিমি ভিতরে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। ভারতের এই কাজ পাকিস্তানের সেনা এবং পাক বিদেশ মন্ত্রী মেহমুদ শাহ কুরেশি ট্যুইট করে স্বীকার করেছেন। পাকিস্তান এখন ভারতের উপরে অভিযোগ এনে বলছে যে, ভারত ক্লাস্টার বোমা দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে। আর ভারতীয় সেনা পাকিস্তানের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
পাক বিদেশ মন্ত্রী মিথ্যা অভিযোগ এবং গুজব ছড়ানোর এক্সপার্ট। উনি ট্যুইট করে কিছু ছবি শেয়ার করেন। সেই ছবিতে চিকিৎসা করতে যাওয়া কিছু পাকিস্তানি নাগরিক আর টার্গেট এর যায়গা গুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে এই ছবি গুলো অনেক পুরনো। উনি বলেন, ভারত ক্লাস্টার বোম দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে, যদিও ওনার ছবিতে ক্লাস্টার বোম দেখা যায়নি, সেখানে একটি মর্টার শেল দেখা গেছে। আর এই মর্টার পাকিস্তান যুদ্ধ বিরতি লঙ্ঘন করলে, ভারতীয় সেনা ব্যাবহার করে। ওনার দেওয়া এই ছবি গুলোই ওনার মিথ্যে আরও প্রমাণ করে দিলো।
ভারতের তরফ থেকে সীমান্তে অ্যাকশন নেওয়ার পর পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ট্যুইট করে লেখেন, ‘ এলওসি তে ভারতীয় সেনা নির্দোষ এবং নিরীহ নাগরিকদের উপর ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালাচ্ছে। আমরা ভারতের এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। ভারতের এই কাজ, জেনিভা কানেকশন আর আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।”
শাহ মেহমুদ কুরেশি আরেকটি ট্যুইট করে লেখেন, ‘ভারত যুদ্ধের পরিস্থিতি তরিরি করার জন্য এলওসি তে শান্তি ভঙ্গ করছে। এলওসি-তে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমি বিশ্বের সমস্ত দেশ গুলোকে IOK (ভারত অধিকৃত কাশ্মীর) আর LOC তে চলা পরিস্থিতি গুলোর দিকে নজর দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2OFddRz
Bengali News