সম্প্রতি পাকিস্তান সেনা POK এর পক্ষ দিয়ে ভারতীয় সীমার বিরুদ্ধে গুলি বর্ষণ করেছিল। পাকিস্তান সিজফায়ারের অমান্য করেছিল। সীজফায়ারের অমান্য করার পর পাকিস্তান ভেবেছিল ভারত এর বিরুদ্ধে কোনো কোনো পদক্ষেপ নেবে না, কিন্তু ভারতীয় সেনা পাকিস্তানের উপর ক্লাস্টার বোম বর্ষণ করে। ভারতীয় সেনার পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর পাকিস্তান ক্ষেপে উঠেছে এবং আজই পাকিস্তান সেনার প্রবক্তা আসিফ গুফর ভারতীয় সেনার উপর আরোপ লাগায়।পাকিস্তান সেনা বলেন যে ভারতের সেনা আমাদের উপর ক্লাস্টার বোম ফেলেছে, এটি চুক্তির বিরুদ্ধে কাজ করেছে এবং এটি একদমই ঠিক কথা নয়, এটি সন্ধির অমান্য করা হয়েছে।
জানিয়ে দি, সিজ ফায়ারের অমান্যতাও সন্ধির বিরুদ্ধে, কিন্তু পাকিস্তান প্রথমে সিজফায়ার উলঙ্ঘন করেছে বলে পাকিস্তানের বিরুদ্ধে ভারত কঠোর পদক্ষেপ নেয়। কিন্তু পাকিস্তান এখন যুদ্ধবিরতির নিয়ম নিয়ে জ্ঞান দেওয়া শুরু করেছে। ভারতীয় সেনা নিজের জবাবে বলেছে যে পাকিস্তান সীজফায়ারের অমান্যতা করে নিজেরাই নিয়ম ভেঙেছে। ভারতের সেনা পাকিস্তানের উপর ক্লাস্টার বোমা ছুঁড়ে আক্রমন করেছে বলে পাকিস্তান অভিযোগ তুলেছে। এটাকে যুদ্ধ বিরতির উলঙ্ঘন বলেও দাবি পাক সেনারা। কিন্তু এখন ভারত পাকিস্তানের জবাব জানিয়ে দিয়েছে।
Indian Army: Such responses are only against military targets & infiltrating terrorists who are aided by the Pakistan Army. Allegations of firing of cluster bombs by India is yet another Pakistan's lie, deceit & deception. https://t.co/09twKEpwJs
— ANI (@ANI) August 3, 2019
পাকিস্তান সন্ত্রাসবাদীদের ঢোকানোর উদ্দেশ্যে ভারতীয় সেনাদের বিরুদ্ধে গুলি বর্ষণ করেছিল বলে জানিয়েছেন ভারতীয় সেনা। আর তার পরেই ভারতীয় সেনা পাল্টা পদক্ষেপ নেয়। ভারতীয় সেনা এটাও জানিয়েছে, যদি পাকিস্তান দিয়ে গুলি বর্ষণ হলে ভারতীয় সেনার পুরো অধিকার আছে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। আর তাই ভারতীয় সেনা একশন নিতে থাকবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2YGaoPP
Bengali News