মোদি সরকারের প্রথম কার্যকালে বিদেশ মন্ত্রীর পদভার সামলানোকারী বীজেপি এর বরিষ্ঠ নেত্রী সুষমা স্বরাজের মঙ্গলবার রাতে দিল্লির এইমস হাসপাতালে মৃত্যু ঘটে। রাত ১১ টার সময় খবর আসে যে সুষমা স্বরাজের হার্ট এটাক হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু সোয়া ১১ টার মধ্যে এটি স্পষ্ট হয়ে গেছিলো যে সে আর আমাদের মধ্যে নেই। বিদেশি মন্ত্রী থাকাকালীন তিনি তার সমস্ত কর্তব্য খুব ভালো করে পালন করেছিল। বিদেশে ফেঁসে থাকা ভারতীয়দের ঠিকঠাক ভাবে দেশে পৌঁছানোর ব্যাবস্থা করা হোক বা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে অভাবীদের ততক্ষনাৎ সহায়তা প্রদান করা হোক, দেশসেবা করার জন্য ওনাকে সর্বদা মনে রাখা হবে। শুধু দেশবাসীদের জন্য নয়, উনি অভাবী পাকিস্তানের লোকেদেরও অনেক সাহায্য করেছেন। যদিও দুর্ভাগ্যের বিষয় হলো ওনার মৃত্যুর পর কিছু পাকিস্তানি তার জন্য ‘রেস্ট ইন হেল’এর টুইট করেছে।
সুষমা স্বরাজের মৃত্যু এর খবর আসার পর পাকিস্থানের টুইট ট্রেন্ডসে এ ‘রেস্ট ইন হেল’ এর ট্রেন্ড করতে থাকে। নিজের কার্যকালে তিনি টুইট এর মাধ্যমে অভাবী পাকিস্তানিদের সাহায্য করতে কোনো কমতি রাখেনি, কিন্তু আজকে সেইসব লোকেরা তার মৃত্যুর উপহাস করে স্বার্থপরের পরিচয় দিচ্ছে। এরকমই এক টুইটার ইউজার টুইট করে ওনার মৃত্যুকে অনুচ্ছেদ 370 কে সরানোর বিষয়ের সাথে যুক্ত করে দেয়।এরকমই অনেক লোক তার মৃত্যুতে নিজের আনন্দ প্রকাশ করতে দেখা যায়। একজন ইউজার তো এটা লিখে দেয় যে সে এই দিনেরই প্রতীক্ষা করছিল। একজন অন্য ইউজার অসদ জাভেদ লিখেছে, যে মহিলা কিছু ঘন্টা আগে অব্দি তো অনুচ্ছেদ 370 কে সরানোর উদযাপন করছিল, আর এখন তিনি নিজেই চিরদিনের জন্য পৃথিবী থেকে সরে গেছে, এটাই কর্মা।
Lala lala, lala lala, hey hey hey
GOOD BYE!!
Rest In Hell!!
Allah ki pakar bhttttt skht hay, 3 hrs pehlay mubarak baad di or ub "Dihaant" ho gya, Gangga mai Astiyaa visarjann kar do or hannn, @MaryamNSharif please join her!! #sushmaswaraj #restinhell #ModiKillingKashmiris pic.twitter.com/rXYuBqJ3T6— Kabeer ahmed (@Kabeerahmed1988) August 6, 2019
#susmaswaraj was rejoicing the removal of article 370 four hours back but she herself got removed permanently from the earth….. Karma#RestInHell pic.twitter.com/Ijba51qA4s
— Asad Javed (@AsadJav09136650) August 6, 2019
সুষমা স্বরাজ নিজের কার্যকালে টুইটকে একটি হেল্পলাইনে বদলে দেয়, আর যারাই টুইট এর মাধ্যমে সাহায্য চেয়েছে, তিনি তাদের সাহায্য করেছে। দিন-রাত ভারতকে গালাগালি দেয় যে পাকিস্তানও এই বিষয়ের লাভ উঠিয়েছে। তারা টুইটারে সুষমা স্বরাজের থেকে ভারতে চিকিৎসা করানোর বিষয় সাহায্যের আবেদন করেছিল, আর সুষমা স্বরাজও তাদের হতাশ হতে দেয়নি। বর্ষ ২০১৭ তে ১৫ই আগস্ট উপলক্ষে যেই সব পাকিস্তানিরা ভারতে চিকিৎসা করার ইচ্ছা প্রকাশ করেছিল তিনি তাদের সবার জন্য মেডিক্যাল ভিসা জারি করার আদেশ দিয়েছিল।
যেইসব পাকিস্তানিরা সুষমা স্বরাজের হস্তক্ষেপের পর ভারতে চিকিৎসা করার সৌভাগ্য প্রাপ্ত করে, তারা সবাই সুষমা স্বরাজের মহানুভবতার প্রশংসা করেছিল। উদাহরণ স্বরূপ ভিসা এর সাহায্য পাওয়ার পর এক পাকিস্তানি নাগরিক হিজাব আসিফ তো এটাও বলে দিয়েছিলেন যে পাকিস্তান পুরোপুরি বদলে যেত যদি তিনি সেখানের প্রধানমন্ত্রী হতেন। পাকিস্থানে বদজুবান ঘৃণা ছড়ানো লোকেদের কোনো কমতি নেই, আর সুষমা স্বরাজের মৃত্যুর পর পাকিস্তানি দ্বারা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিষকে দেখার পর এটি আবার স্পষ্ট হয়ে গেল। কোনো ব্যক্তির মৃত্যুর মজাক ওড়ানো সভ্য সমাজে বরদাস্ত করা যাবে না। পাকিস্তান এরকম করে নিজের সমাজের অসভ্যতার প্রদর্শন করেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2OHSxYZ
Bengali News