কেন্দ্রের মোদী সরকার দ্বারা তিন তালাককে অপরাধ গন্য করার আইন আনলেও, দেশের বিভিন্ন রাজ্য থেকে একের পর এক তিন তালাক দেওয়ার মামলা সামনে আসছে। এবার উত্তর প্রদেশের সীতাপুর থেকে এক মামলা সামনে এলো। সেখানে পণে বাইক না পাওয়ার জন্য মুসলিম মহিলার নাক কেটে তাঁকে তিন তালাক দিয়ে দিলেন গুণধর স্বামী। মহিলাকে গুরুতর আহত অবস্তায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রুকসানার নিকাহ ২০১৯ এর ১৪ই মে সাদ্দাম এর সাথে ইসলামিক নিয়ম মেনে হয়েছিল। এরপর শোনা যায় যে, বিয়ের ১৫ দিন পর সাদ্দাম তাঁর স্ত্রী রকসানা কে বাপের বাড়িতে ছেড়ে চলে যায়। বেশ কিছুদিন যাওয়ার পর সাদ্দামের খোঁজ পাত্তা না পাওয়া গেলে, রুকসানার বাড়ি থেকে সাদ্দামের বাড়িতে যোগাযোগ করা হয়। সাদ্দামের বাড়ি থেকে অভিযোগ করে জানানো হয় যে, পণে বাইক না পাওয়ার জন্য সাদ্দাম রুকসানা কে আর বাড়িতে তুলতে চায়না। রুকসানা অভিযোগ করে জানান যে, সে তাঁর স্বামী সাদ্দাম কে ফোন করলে, তাঁর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন তাঁকে অশাব্র ভাষায় গালিগালজ করে। এবং সাদ্দাম বাইক না পাওয়ার জন্য তাঁকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়ে দেয়।
এরপর ৩রা আগস্ট রুকসানাকে ফোন করে সাদ্দাম জানায় যে, পণে তাঁকে বাইক না দেওয়ার জন্য রুকসানাকে তিন তালাক দিচ্ছে। আর এই বলেই, সাদ্দাম ফোনে তালাক, তালাক, তালাক বলে ফোন কেটে দেন। এরপর মঙ্গলবার সাদ্দাম রুকসানার সাথে দেখা করার জন্য রুকসানার বাপের বাড়ি আসে, আর সেখানে রুকসানার সাথে তর্কে জড়িয়ে যায়। এরপর সাদ্দাম ক্ষোভে ফেটে পড়ে রুকসানার উপর হামলা করে, আর তাঁর নাক কেটে দেয়। সাদ্দামের এই অতর্কিত হামলাম রুকসানা গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2OHLFuI
Bengali News