প্রবীণ নেতা অরুন জেটলি, যিনি প্রাক্তন অর্থমন্ত্রীও ছিলেন, ২৪শে আগস্ট (শনিবার) অর্থাৎ আজ দিল্লির এমসে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানিয়ে দি অরুন জেটলি সেইসব লোকেদের মধ্যে পড়তেন যারা নিজের দেওয়া বিবৃতি নিজের জীবনেও প্রয়োগ করতেন। অরুন জেটলি নিজের কর্মীদের পরিবারের দেখাশোনাও নিজের পরিবারের মতো করে করতেন কারণ তিনি তার কর্মচারীদেও নিজের পরিবারের অংশ মানতেন। তার কর্মচারীরাও জেটলিকে তাদেরন পরিবারের সদস্যের মতো ভেবেই তার সেবা করত, যেমন – সময় সময় ওষুধ দেওয়া ও ডায়েটের খেয়াল রাখা ইত্যাদি।
অরুণ জেটলির নিজের ছেলে মেয়েকে যে স্কুলে পড়িয়েছেন, উনি উনার ড্রাইভার ও রান্নার লোকের ছেলে মেয়েদেরও সেখানেই পড়িয়েছেন। অরুণ জেটলি তার ব্যক্তিগত কর্মীদের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। তিনি তার এই কর্মচারীদের বাচ্চাগুলিকেও চাণক্যপুরীর একই কারমেল কনভেন্ট স্কুলে পড়াশোনা করাচ্ছিলেন, যেখানে তার ছেলেমেয়েরা পড়াশোনা করেছিল। কর্মচারীদের কোনও মেধাবী সন্তান যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে আগ্রহী থাকত , তবে তাকে বিদেশে যেখানে জেটলির ছেলে মেয়েরা পড়াশোনা করছে সেখানে পড়তে পাঠাতেন জেটলি। গাড়ি চালক জগান ও সহকারী পদ্মাসহ প্রায় ১০ জন কর্মচারী গত দুই-তিন দশক ধরে জেটলি পরিবারের সাথে যুক্ত আছে। এই কর্মচারীদের মধ্যে তিনজন কর্মচারীর সন্তানরা এখনও বিদেশে পড়াশোনা করছে।
জেটলির নিজের কুকের মেয়েকে লন্ডনে পড়াছিলেন। জেটেলির পরিবারের খাওয়ার রান্না বান্নার কাজ যেই স্টাফটি করেন তার এক মেয়েকে জেটলি পড়াশোনার জন্য লন্ডলে পাঠিয়েছেন। সংসদে ছায়ার মতো সাথে থাকা সহযোগী গোপাল ভান্ডারের এক ছেলে ডাক্তার ও আরেক ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এছাড়া সব কর্মীদের মধ্যে সুরেন্দ্র ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ। আদালতে অনুশীলনের সময় তিনি জেটলির সঙ্গে ছিলেন।
তিনি হোম অফিস থেকে সমস্ত কাজ তদারকি করার দায়িত্ব পালন করতন। যেইসব কর্মচারীদের ছেলে মেয়েরা এমবিএ বা অন্য কোনও প্রফেশনাল কোর্স করতে চাইত তাদের ছেলে মেয়েদের ফিস থেকে শুরু করে চাকরি পাওয়া অব্দি সব দায়িত্ব জেটলি নিজের কাঁধে নিতেন। জেটলি ২০০৫ সালে নিজের সহায়ক ওপি শর্মার ছেলেকে লয় এর পড়াশোনা চলাকালীন নিজের ৬৬৬৬ নম্বরের এসেট কারটি গিফট দিয়েছিলেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2PanmWt
Bengali News