আগে যে সমস্ত ঘটনা পাকিস্তানে শোনা যেত তা এখন ভারতেও শোনা যেতে শুরু হয়েছে। দিল্লীর চাঁদনী চক এলাকায় কট্টরপন্থীদের উপর মন্দির ভাঙচুর করার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বহুজন ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে মুসলিম সমাজের লোকজন হাঙ্গামা করছে। দিল্লী সরকারে মন্ত্রী ছিলেন কপিল শর্মা টুইট করে লিখেছেন, “এটা পাকিস্তান নয় এটা দিল্লীর চাবরী বাজারের হিন্দু মন্দির। ঘটনা কালকের যখন এক বিশেষ ধর্মের লোকজন এসে মন্দির ভেঙেছে। এই কাজ কোনো গুন্ডারা করেনি এটা স্থানীয় লোকজন করেছে। তারা নিজেদের ধর্মের শ্লোগান দিয়ে মন্দির ভাঙচুর করেছে।”
এই ভিডিওতে দেখা যাচ্ছে যে মা কালী ও অন্য প্রতিমার সামনে লাগানো কাঁচকে ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও ভগবান শিবের মূর্তিকে বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, ভগবান শিবের মূর্তিকে ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও মন্দিরকে জ্বালিয়ে দেওয়া প্রয়াসও করা হয়েছে।কপিল মিশ্র জানিয়েছেন, প্রথমে এলাকায় একটা গুজব রোটানো হয় যে মুসলিম যুবককে জোর করে নাকি জয় শ্রী রাম বলানো হয়েছে। এই গুজব রটিয়ে কট্টরপন্থীরা ভিড় জড়ো করে প্রথমে থানায় গিয়ে উৎপাত করে তারপর মন্দিরে গিয়ে উৎপাত করে।
This video will make you cry –
ये पाकिस्तान नहीं बल्कि दिल्ली के चावड़ी बाजार का हिन्दू मंदिर हैं
कल धर्म विशेष की भीड़ ने मंदिर में घुसकर इन मूर्तियों को तोड़ा हैं
बदमाशों या गुंडों ने नहीं, सैकड़ो लोकल लोगों की भीड़ ने, अपने धर्म के नारे लगाते हुए ये मंदिर तोड़ा डाला https://t.co/tUcHAfc30A pic.twitter.com/TjjHmDo7FS
— Kapil Mishra (@KapilMishra_IND) July 1, 2019
दिल्ली के हौजकाजी में कल रात एक मंदिर पर पत्थर बरसायें गए और तोड़ फोड़ की गई
पहले पूरे इलाके में अफवाह फैलाई गई कि एक मुस्लिम लड़के की मोब लिंचिंग हुई हैं, जबरदस्ती जय श्री राम बुलवाया हैं
उसके बाद मंदिर में, थाने में जो हुआ वो आपके सामने हैं pic.twitter.com/Tak2yeBeOi
— Kapil Mishra (@KapilMishra_IND) July 1, 2019
ঘটনা দিল্লীর রাজধানীতে রয়েছে যেখানের নিরাপত্তা দায়িত্ব কেন্দ্র ও রাজ্য দুই সরকারের। কিন্তু ঘটনা ঘটিত হওয়া বহু সময় হয়ে গেলেও অপরাধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দিল্লী নয়ডা এলাকায় অনেকে ছোট বড় মিডিয়া হাউস রয়েছে। কিন্তু বেশিরভাগ দালাল মিডিয়া ঘটনার উপর নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ। আল্লা হু আকবর শ্লোগান দিয়ে মন্দিরে ভাঙচুর করা হয়েছে এর প্রমাণিত খবর সহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় জুড়ে ছড়িয়ে পড়লেও কিছু মিডিয়া খবর ছাপতে সংকোচ বোধ করছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2NrG8YM
Bengali News