‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করা আমার কাছে চরম সৌভাগ্যের ব্যাপার। আমি কোনদিনও ভাবতে পারিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এমন ভাবে সাক্ষাৎ হবে। ” গুজরাটের আমরেলি থেকে সাইকেল চালিয়ে ৬১ বছর বয়সী খেমচন্দ্র চাঁদ রানি এই কথা জানান।
গুজরাটের আমরেলির বাসিন্দা খেমচন্দ্র চাঁদ রানি বলেন, লোকসভা নির্বাচনে অভূতপূর্ব জয়ের পর তিনি নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার সংকল্প নেন। উনি বলেন, লোকসভা নির্বাচনের আগে তিনি প্রতিজ্ঞা করছিলেন যে, যদি বিজেপি ৩০০ এর বেশি আসন পায়, তাহলে তিনি আমরেলি থেকে দিল্লী পর্যন্ত সাইকেল যাত্রা করবেন।
Met the exceptional Khimchandbhai from Amreli, Gujarat.
Khimchandbhai decided that if BJP wins 300+ seats, he would cycle from Amreli to Delhi. He kept his word and am told that his cycle journey has drawn several admirers.
I was deeply impressed by his humility and passion. pic.twitter.com/jtfDggCsHv
— Narendra Modi (@narendramodi) July 3, 2019
খেমচন্দ্র বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হওয়ার তিনি খুব খুশি। আর ওনার কাছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ একটা স্বপ্নের মতো। উনি বলেন, ১৭ দিনে আমরেলি থেকে দিল্লী পর্যন্ত ১১৭০ কিমি রাস্তা সাইকেলে সফর করেন। উনি ১৬ই জুন আমরেলি থেকে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর ১লা জুলাই তিনি দিল্লী পৌঁছান।
উনি বলেন, এই সফরের সময় উনি যেখানেই গেছেন সেখানকার মানুশই ওনাকে সহযোগিতা করেছে। এছাড়াও সবাই যখন জানতে পেরেছিল যে, উনি সাইকেল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে যাচ্ছেন। তখন সবাই ওনার সফরের জন্য ওনাকে শুভেচ্ছা জানিয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এর সাথেও দেখা করবেন। অমিত শাহ আপাতত গুজরাটে আছেন, আর ওনার সাথে খেমচন্দ্র একদিন পর দেখা করবেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2FSYJ9L
Bengali News