ভারত (India) আগামী দিনের বিশ্বগুরু হতে চলেছে যার জন্য ভারত নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সামাজিক, আর্থিক, সৈনিক সহ সমস্থ দিক থেকে ভারত শক্তিশালী হওয়ার পথে পা বাড়িয়েছে। সাথে সাথে ভারত নিজের সমস্যার সমাধান করার লক্ষ নিয়েছে। নিজের সেনাকে মজবুত করার জন্য ভারতের সরকার লাগাতার প্রয়াস করছে। প্রাপ্ত খবর অনুযায়ী ভারত রুশের সাথে এন্টি ট্যাঙ্ক মিসাইল কেনার জন্য চুক্তি করেছে। প্রায় ২০০ কোটি টাকার উপর এই চুক্তি করা হয়েছে। সুখবর এই যে মাত্র ৩ মাসের মধ্যে এই এন্টি ট্যাঙ্কগুলি ভারতের হাতে তুলে দেওয়া হবে।
পাকিস্তানের মিডিয়ার মধ্যে ভারত ও রুশের এই চুক্তিকে কেন্দ্র করে হৈচৈ শুরু হয়ে গেছে। পাকিস্তানি মিডিয়ার ধারণা যে রুশ ভারতকে ‘স্ট্রম আটাকা’ দিয়ে তাদের পিঠে ছুরি মেরেছে। স্ট্রম আটাকা এক ধরনের এন্টি ট্যাঙ্ক মিসাইল যা MI-35 হেলিকপ্টার দিয়ে ব্যাবহার করা হবে। MI-35 বিশ্বের সবথেকে ঘাতক হেলিকপ্টাদের বলে ধরা হয়। এই হেলিকপ্টারে স্ট্রম আটাকা যুক্ত হলে এর ক্ষমতা অদ্বিতীয় হয়ে যাবে। বড় বিষয় এই যে, স্ট্রম আটাকা তিন মাসের মধ্যে ভারত পেয়ে যাবে।
জানিয়ে দি, ভারতের জন্য একটা বড়ো সমস্যা পাকিস্তান। ভারত চাইছে পাকিস্তান সমস্যাকে সম্পূর্ণভাবে নির্মূল করে দিতে। তাই সমস্থ বন্দোবস্ত করতে চাইছে। ভারত রুশের সাথে যে চুক্তি করেছে সেখানে এই শর্তে সাইন করা হয়েছে যে এন্টি ট্যাঙ্ক মিসাইলগুলি ৩ মাসের মধ্যেই ভারতের হাতে তুলে দিতে হবে। সময়সীমা দীর্ঘ হলে তা ভারতের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই ভেবে চিন্তে চুক্তির শর্ত রাখা হয়েছে। প্রসঙ্গত ভারত এর আগে রুশের সাথে S-400 ডিফেন্স মিসাইলের চুক্তি করেছে। আর এখন আর একটা বড় চুক্তি করে ফেলেছে যা কিছুমাসের মধ্যে ভারতের বায়ুসেনার সাথে যুক্ত হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2NpycXT
Bengali News