নরেন্দ্র মোদী আসার পর থেকে এমনিতেই পাকিস্তানের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে। বিশেষ করে পুলবামা হামলার পর মোদীর নেতৃত্বে ভারত পাকিস্তানের উপর আর্থিক নিষেধাজ্ঞাকে বাড়িয়ে দিয়েছে। আমেরিকা সহ কিছু দেশ থেকে পাকিস্তান যে ফান্ডিং পেত তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান এখন একটা ভিখারী দেশে পরিণত হয়েছে। কিন্তু এখন পাকিস্তানকে রয়েল কোর্ট অফ জাস্টিস ৫২১ কোটি টাকার ঝটকা দিয়ে দিয়েছে। আর্থিক ভাবে ভেঙে পড়া পাকিস্তানের উপর বড়ো ঝটকা দিয়েছে রয়েল কোর্ট অফ জাস্টিস।
ব্রিটেনের রয়েল কোর্ট অফ জাস্টিস পাকিস্তানের উপর ৫২১ কোটি টাকার জরিমানা লাগিয়ে দিয়েছে। এই বিষয়টা কিছুটা এমন যে, ভিখারীর কাছে থেকে টাকা কেড়ে নেওয়া হয়েছে। ব্রিটেনের রয়েল কোর্ট অফ জাস্টিসে পাকিস্তান এবং ব্রডশিট LLC এর মধ্যে একটা মামলা চলছিল। সেই মামলার উপর ভিত্তি করে রয়েল কোর্ট অফ জাস্টিস পাকিস্তানের উপর ৫২১ কোটি টাকার জরিমানা লাগিয়ে দিয়েছে।
Pakistan will have to pay over $33 million, as the London High Court has dismissed an appeal against an earlier decision by the London Court of International Arbitration (LCIA) in the Broadsheet LLC case. https://t.co/W4fH14n2K0
— NayaDaur Media (@nayadaurpk) July 13, 2019
এবার হয় পাকিস্তান ৫২১ কোটি টাকা দেবে নাহলে লন্ডনে পাকিস্তানের থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করে ৫২১ কোটি টাকা উদ্ধার করা হবে। বিগত বছরে লন্ডনের এক আদালত পাকিস্তানের উপর এই মামলাতেই ৪৫০ কোটি টাকার জরিমানা লাগিয়ে ছিল। এরপর পাকিস্তান রয়েল কোর্ট অফ জাস্টিসের শরণাপন্ন হয়েছিল। কিন্তু এখানেও পাকিস্তান বড়ো ধাক্কা পেয়েছে। রয়েল কোর্ট জাস্টিস মামলার শুনানি করতে গিয়ে পাকিস্তানের দোষ পেয়েছে। এখন পাকিস্তানকে ৫২১ কোটি টাকা ব্রডশিট LLC কে প্রদান করতে হবে। অন্যথা পাকিস্তানের উপর ব্রিটেন বহু ধরনের নিষেধাজ্ঞা লাগাতে পারে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Gc7HPA
Bengali News