হায়দ্রাবাদ থেকে একটা এমন মামলা সামনে এসেছে যেখানে দেশের সুরক্ষায় নিযুক্ত থাকা এক সৈনিককে অন্তর থেকে ভেঙে দিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, হায়দ্রাবাদ থেকে এক সৈনিকের পত্নী ও তার বাচ্চা নিরুদ্দেশ হয়ে গেছে। হায়দ্রাবাদের নিবাসী মুকেশ সিং এর পত্নী জুহি সিং ও তাদের ৬ বছরের বাচ্চা অনবী সিং নিরুদ্দেশ রয়েছে। বিগত ১৩ দিন ধরে সৈনিকের স্ত্রী ও বাচ্চা নিরুদ্দেশ রয়েছে কিন্তু প্রশাসন এখনও কোনো বড়ো পদক্ষেপ নিতে পারেনি। ১ জুলাই থেকে সৈনিক মুকেশ সিংয়ের পরিবার নিখোঁজ।
মুকেশ সিং পুলিশ এর কাছে মামলা দায়ের করেছিল। উনি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধমে প্রকাশ করেছেন। সেখানে উনি জানিয়েছেন যে পুলিশ বিশেষ কোনো কার্য করেনি। উনি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করেছেন পুরো বিষয়টিকে দেখার জন্য। উনি পুলিশের কাজের উপরেও প্রশ্ন তুলেছেন। এই ঘটনার পেছনে কট্টরপন্থীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে হায়দ্রাবাদের বিধায়ক রাজা সিং লাভ জিহাদের ইস্যুকে সামনে রেখেছেন। একটা CCTV ভিডিওতে জুহি সিংকে শেষবার এক মুসলিম যুবকের সাথে দেখা গেছিল।
मेरे सभी राष्ट्रवादी मित्रो से हाथ जोड़कर निवेदन है कि आप सब इस सैनिक का साथ दे इनकी बीवी और 9 साल की बेटी 13 दिन से लापता है @hydcitypolice कुछ नहीं कर पा रही है फिर भी सब खामोश है
आप खुद सुने और फैसला करे की सरकार और मीडिया को इनकी मदद के लिए आगे आना चाहिए की नहीं! https://t.co/AcAhRrSd5w pic.twitter.com/Sy4LGvl2Im
— Raj Aanand
(@rajanandbjp) July 13, 2019
মুসলিম যুবক মাথায় ইসলামিক টুপি ও দাঁড়ি রেখেছিল বলে দাবি করা হচ্ছে। রাজা সিং এই ঘটনার পেছনে লাভ জিহাদীদের হাত আছে বলে দাবি করেছেন। ঘটনাটিকে মিডিয়া লুকিয়ে রাখার চেষ্টা করছে। এক সৈনিকের সাথে অন্যায় হওয়ার ব্যাপারে পুরো দেশের উচিত তারা সাথে দাঁড়িয়ে থেকে তদন্তে সাহায্য করা। কিন্তু ঘটনায় লাভ জিহাদীদের হাত থাকতে পারে বলে, দালাল মিডিয়া নিশ্চুপ রয়েছে। ১৩ দিন হয়ে গেলেও সৈনিকের স্ত্রী ও বাচ্চা নিখোঁজ। পুলিশ প্রশাসন বধির হয়ে মামলাকে অদেখা করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সৈনিক তার ভিডিওটিকে শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। যদিও মিডিয়া এ বিষয়ে কোনো সাহায্য করেনি। সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবাদী ও হিন্দুত্ববাদীরা বিষয়টিকে ছড়িয়ে সৈনিকের সাহায্য করার চেষ্টা করছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2LOozzz
Bengali News