ভারতে (India) বসবাস করে, ভারতের কোটি কোটি টাকা অর্জন করে নাসিরউদ্দিন শাহ ভারতকে অসহিষ্ণু বলে ছিলেন। নাসিরউদ্দিন শাহ বলেছিলেন ভারতে বসবাস করতে তার ভয় করে। নাসিরউদ্দিন বলেছিলেন, উনার ভয় করে যে ভারতে কোনোদিন ভিড় এসে উনার ছেলেকে লিনচিং করবে। নাসিরউদ্দিনের মন্তব্যকে নিয়ে কড়া নিন্দা করা হয়েছিল। এখন নাসিরউদ্দিন শাহ এর ছেলে বিবান শাহও উনার আব্বুর রাস্তায় চলতে শুরু করেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, নাসিরউদ্দিনের পর এবার উনার ছেলে বিবান শাহও ভারতকে অসহিষ্ণু মনে করছে।
নাসিরউদ্দিনের ছেলে বিবান বলেছেন, আমরা এমন এক সমাজে বাস করছি যেটা উগ্র হয়ে যাচ্ছে। এই সমাজে মুসলিমদের বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন বিবান শাহ। নাসিরউদ্দিনের ছেলে বিবান শাহ তারা আগত ওয়েব সিরিজ, ‘Only For Singles’ এর প্রোমোশনের সময় এই মন্তব্য করেন। জানিয়ে দি, এই ওয়েব সিরিজে বিবান শাহ লিড রোলে রয়েছেন। এই সিরিজে এক দল সিঙ্গেল ছেলের জীবনের নান সমস্যাগুলিকে দেখানো হয়েছে।
ওয়েব সিরিজের প্রোমোশনের সময় বিবান শাহকে জিজ্ঞাসা করা হয় সিঙ্গেলদের জীবনের একটা বড় সমস্যা নিয়ে। সেই সময় বিবাব শাহ বলেন যে সিঙ্গেলদের বাড়ি ভাড়া পেতে খুব অসুবিধা হয়। বিবান শাহ বলেন, আমি এই ধরনের সমস্যার সরাসরি সম্মুখীন হয়নি তবে আমি দেখেছি আমার বন্ধুদের বাড়ি ভাড়া পেতে কত সমস্যার সম্মুখীন হতে হয়। আমার নাম বিবান যেটা ধর্মনিরপেক্ষ নাম, তাই দিল্লীতে আমার বাড়ি পেতে অসুবিধা হতো না। কিন্তু যাদের নাম শুনলে বোঝা যায় যে হিন্দু তাদের খুব সমস্যার মুখোমুখি হতে হয়। মুসলিম নাম শুনলেই বাড়ি মালিকরা বাড়ি ভাড়া দিতে চাই না।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2NxcUaX
Bengali News