রাম জন্মভূমি ন্যাস এর কার্যকারী অধ্যক্ষ ডঃ রামবিলাস বেদান্তি শুক্রবার লখনৌ এ বলেন, বিশ্বের কোন শক্তিই রাম জন্মভূমিতে মসজিদ বানাতে পারবে না। প্রাক্তন সাংসদ রামবিলাস বেদান্তি বলেন, রাম জন্মভূমিতে হওয়া খোদাই এর সময় ১২ টি ভগবানের মূর্তি বেড়িয়েছিল। সেখানে যে, মসজিদ ছিল সেটার কোন প্রমাণ পাওয়া যায়নি।
উনি বলেন, অযোধ্যায় রাম মন্দির ভেঙে সেখানে মসজিদের গুম্বজ বানানো হয়েছিল। যেরকম ভাবে পাকিস্তান আর মালয়শিয়ায় অনেক আগে ভেঙে দেওয়া মন্দিরের যায়গায় আবার মন্দির বানানো হয়েছে, তেমন ভাবে ভারতে আবার কেন সেখানে মন্দির বানানো হবেনা?
রাম বিলাস বেদান্তি বলেন, মন্দির নির্মাণের জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালানো হচ্ছে। ১৫২৮ সালে বাবর মন্দির ভেঙে মসজিদের নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু সেটা করে ওঠা সম্ভব হয়নি। আর সেখানে অনেক মূর্তি পাওয়া গেছিল, যেটা প্রমাণ করে যে সেখানে রাম মন্দিরই ছিল।
উনি বলেন, আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি চাই আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা বিকাশ – সবকা বিশ্বাস এর স্লোগান দিয়েছেন। কাশীর বিশ্বনাথ মন্দির, রাম মন্দির আর মথুরায় কৃষ্ণ জন্মভূমি তেও মন্দির চাই আমরা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2JDaH8w
Bengali News