ভারত (INDIA) দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সমস্থ পার্টি, দল নিশ্চুপ থাকলেও কিছুজন পার্টির ভেতর থেকেই জনসংখ্যা নিয়ে আওয়াজ তুলতে শুরু করেছে। আজ বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং মুসলিমদের বেশি বিয়ে ও বাচ্চা জন্ম দিয়ে মিডিয়ার কাছে এক বিবৃতি দিয়েছেন। দেশে জনসংখ্যা লাগাতার বেড়েই চলেছে। তবে জনসংখ্যা বৃদ্ধির থেকেও আরেকটা বড়ো সমস্যা হলো জনবিন্যাসের পরিবর্তন। দেশের বেশ কিছু রাজ্যের বেশ কিছু জেলায় হিন্দু সংখ্যালঘুতে পরিনত হয়েছে এবং পুরো দেশ জুড়ে হিন্দুদের সংখ্যা কমেই চলেছে। জনসংখ্যার বিন্যাসে এভাবে অস্বাভাবিক পরিবর্তন হিন্দুদের ভবিষ্যতের জন্য খুবই বিপদজনক। দেশের কিছু বর্গ এও অভিযোগ তোলে যে হিন্দুরা দেশের ভবিষ্যতের কথা ভেবে সীমিত বাচ্চার জন্ম দিলেও মুসলিম সম্প্রদায় বহুসংখ্যয় বাচ্চা উৎপন্ন করে।
এই কারণে দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার জন্যেও দাবি তোলা হচ্ছে। যদিও কোনো রাজনৈতিক পার্টি ভোট ব্যাঙ্কের কথা ভেবে জনসংখ্যা নিয়ন্ত্রণ কানুন নিয়ে কথা বলতে রাজি নয়। দেশের সম্পদ সীমিত, ভূমি সীমিত কিন্তু কোনো রাজনৈতিক দল এসব নিয়ে মাথা ব্যথা করতে চাই না। হিন্দু সম্প্রদায় জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার জন্য দাবি তুলেছে অন্যদিকে কিছু মৌলানা ফতোয়া জারি করেছে যে তাদের সমাজ জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন মানবে না।
#WATCH Surendra Singh, BJP MLA from Ballia: In Muslim religion, you know that people keep 50 wives and give birth to 1050 children. This is not a tradition but an animalistic tendency. (14.07.2019) pic.twitter.com/i3AJa9ZSxw
— ANI UP (@ANINewsUP) July 15, 2019
এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক বড়ো মন্তব্য করেছেন। বিজেপি বিধায়ক বলেছেন, মুসলিমদের ধর্মে বেশি বিয়ে করা বেশি বাচ্চা করা কোনো পরম্পরা নয়, এটা এটা পশুর মতো প্রবৃত্তি। বিজেপি বিধায়ক বলেছেন এটা সবাই জানে , মুসলিম ধর্মে ৫০ টি বিয়ে করা এবং ১০৫০ টি বাচ্চা জন্ম দেওয়া কোনো পরম্পরা নয়, এটা এটা পশুর মতো প্রবৃত্তি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2GeXEJH
Bengali News