-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

টিম ইন্ডিয়ার গেরুয়া জার্সি নিয়ে আপত্তি জানালো কংগ্রেস আর সমাজবাদী পার্টি, ICC ও দিলো মোক্ষম জবাব

- June 26, 2019


ICC World Cup 2019 এ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল গেরুয়া জার্সি পড়ে মাঠে নামতে চলেছে। আর সেটা নিয়েই এখন বিতর্কের দানা বেঁধেছে। ভারতের রাজনৈতিক দল এই টিম ইন্ডিয়ার এই জার্সি নিয়ে আপত্তি জাহির করেছে। তাঁরা একদিকে যেমন দলের জার্সির রঙ নিয়ে আপত্তি দেখিয়েছে, তেমনই জার্সির রঙ নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করেছে।

কংগ্রেস আর উত্তর প্রদেশের প্রাক্তন শাসক দল সমাজবাদী পার্টি জার্সির রঙ নিয়ে আপত্তি জানিয়ে বলেছে, এই রঙ কেন্দ্রের মোদী সরকারকে খুশি করার জন্য নির্বাচিত করা হয়েছে। যদিও কেন্দ্র সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। আরেকদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ( ICC ) কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকে মোক্ষম জবাব দিয়ে জানিয়েছে। ভারতীয় দলের জার্সির এই রঙ ICC এর তরফ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) কে এই জার্সির কম্বিনেশন তাঁরা নিজে পাঠিয়েছে। ইন্ডিয়া টিমের জার্সির রং নিয়ে বিসিসিআই কোন হস্তক্ষেপ করেনি। আপনাদের জানিয়ে রাখি, আগামী ৩০ জুন বারমিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে এই গেরুয়া জার্সি পড়ে মাঠে নামতে চলেছে বিরাট বাহিনী।

আপনাদের জানিয়ে রাখি, এখনো অফিসিয়ালি ভাবে ভারতীয় ক্রিকেট দলের জার্সির রঙ প্রকাশ্যে আসেনি। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের জার্সির রঙ এক একজন এক একভাবে দেখাচ্ছে। কিন্তু এটা পরিস্কার যে, আয়োজক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া গেরুয়া জার্সি পড়েই মাঠে নামতে চলেছে।

আইসিসি এর নিয়ম অনুযায়ী এক ম্যাচে একই রঙ এর জার্সি পড়ে দুই দল খেলতে পারবে না। এই নিয়ম শুধু আইসিসি অথা ক্রিকেটের ক্ষেত্রেই না, ফুটবলের ক্ষেত্রেও এই নিয়ম রেখেছে ফিফা। আর এই কারণে আয়োজক দল তাঁদের নিজের চিরপরিচিত রঙ এর জার্সি পড়েই নামবে মাঠে। এবং অতিথি দলকে তাঁদের জার্সি পাল্টাতে হবে। দক্ষিণ আফ্রিকাও বাংলাদেশের সবুজ জার্সির কারণে হলুদ জার্সি পড়ে খেলতে নেমেছিল। আরেকদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজকে তাঁদের জার্সির রঙ পাল্টাতে হবেনা।

সমাজবাদী পার্টির নেতা আবু আজমি বলেন, ‘মোদী গোটা দেশকে গেরুয়া রংয়ে রাঙাতে চাইছে। মোদীজিকে আমি বলতে চাই, দেশের জাতীয় পতাকা তৈরি করেছে একজন মুসলিম। তেরঙ্গাতে গেরুয়া ছাড়াও আরও রং আছে। তেরঙ্গার রংয়ে ভারতীয় দলের জার্সি হওয়া উচিত ছিল।”

আরেকদিকে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী নাসিম খান বলেন, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশ জুড়ে গেরুয়া রাজনীতি শুরু হয়েছে। তেরঙ্গার সন্মান হোক। রাষ্ট্রীয় একতাকে তুলে ধরা হয়েছে। এই সরকার প্রতিটি জিনিষেই গেরুয়াকরন শুরু করেছে।

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2NgI9XD
Bengali News
 

Start typing and press Enter to search