দেশের জওয়ানদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য অনেক দেখেছেন হয়ত। কিন্তু কোনদিনও শহীদ জওয়ানের স্ত্রীকে নিয়ে অশালিন মন্তব্য করতে দেখেছেন? অনেকেই হয়ত দেখেছেন। আবার অনেকেই নাও দেখতে পারেন। কিন্তু এরকমই এক অমানবিক ঘটনা ঘটেছিল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান সুনীল কালিতা আর ওনার স্ত্রীকে নিয়ে।
আসামের কামরূপ গ্রামের রাঙ্গিয়া এলাকার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স জওয়ান সুনীল কালিতা দেশ সেবা করতে করতে মাওবাদী হামলায় গুরুতর আহত হয়েছিলেন। এবছরের জুন মাসের ১৩ তারিখ দিল্লীর AIMS হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা গেছিলেন তিনি। ওনার দেহ ওনার বাড়িতে নিয়ে যাওয়া হলে, ওনার দেহকে আগলে কান্নাকাটি করেন ওনার স্ত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়। আর সেখানেই সুনীল কালিতার স্ত্রীকে অশ্লীল মন্তব্য করে সাহিল আব্বাস নামের ওই যুবক।
কাশ্মীরের কুলগাঁম এর বাসিন্দা সাহিল ভেবেছিল ফেসবুকে শহীদের স্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করে পার পেয়ে যাবে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। আসামের কমলপুর থানায় এক বিজেপি কর্মীর দায়ের অভিযোগের পর জম্মু কাশ্মীর পুলিশ এবং আসাম পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় ওই কাশ্মীরি যুবককে।
বিজেপি কর্মীর দায়ের অভিযোগের ১০ দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের সুত্র অনুযায়ী, শুধু শহীদের স্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য না। এছাড়াও ফেসবুকে নানারকম জেহাদি কার্যকলাপের সাথে যুক্ত অভিযুক্ত সাহিল আব্বাস। গুয়াহাটির একটি লোকাল নিউজ চ্যানেলে শহীদ সুনীল কালিতার স্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করার ঘটনা সামনে আসার পর, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়াল অভিযুক্ত সাহিলকে গ্রেফতার করার নির্দেশ দেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2IO4MOU
Bengali News