বৃহস্পতিবার সংসদে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নরেন্দ্র মোদী সরকারে আগামী পাঁচ বছরের পরিকল্পনা পেশ করেন। আর সেই সময় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীও সংসদে উপস্থিত ছিলেন। কিন্তু তিনি তখন রাষ্ট্রপতির ভাষণ না শুনে মোবাইল খোঁচাতে ব্যাস্ত ছিলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদে আজ ১ ঘণ্টার মতো ভাষণ দেন, যার মধ্যে প্রথম ২৪ মিনিট রাহুল গান্ধী মোবাইল নিয়ে ঘাঁটছিলেন।
২৪ মিনিট রাহুল গান্ধী মোবাইল স্ক্রোল আর কিছু টাইপ করার পর পরবর্তী ২০ মিনিট পাশে বসে থাকা সোনিয়া গান্ধীর সাথে কথাবার্তায় ব্যাস্ত হয়ে ওঠেন। রাহুল গান্ধী এবারও রাষ্ট্রপতির ভাষণের সময় টেবিলে চাপড় মারেননি। শুধু শেষের দিকে মাত্র এক সেকেন্ডের জন্য টেবিলে হাত রেখেছিলেন তিনি। কিন্তু ইউপিএ চেয়ার পার্সন সোনিয়া গান্ধী আনুমানিক ছয়বার টেবিল চাপড়ে ছিলেন।
রাষ্ট্রপতি যখন উরি স্যার্জিক্যাল স্ট্রাইক আর বালাকোট এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ তুলেছিলেন, তখন সংসদে আজ সবথেকে বেশি সময় পর্যন্ত টেবিল চাপড়ানো হয়েছিল। সেই সময় সোনিয়া গান্ধীও টেবিল চাপড়েছিলেন, কিন্তু কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তখনও চুপ বসেছিলেন। অনেকবার সোনিয়া গান্ধী রাহুলের দিকে তাকালেও, রাহুল গান্ধী চুপ করেই বসেছিলেন। রাহুল গান্ধীর মন ১১ঃ৪০ নাগাদ ছবি তোলার দিকে বেশি ছিল। .
Congress President @RahulGandhi caught engrossed on his mobile while President Kovind’s speech is underway. Does he have any respect for anyone at all? pic.twitter.com/FsvmqgDnpD
— Know The Nation (@knowthenation) June 20, 2019
রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পর রাহুল গান্ধী সংসদ ভবন ছেড়ে বেড়িয়েই যেতেন, কিন্তু সোনিয়া গান্ধী ওনাকে দাঁড় করিয়ে বলেন যে, রাষ্ট্রপতি ওনাকে অভিনন্দন জানানোর জন্য আসছেন। রাষ্ট্রপতি রাহুল গান্ধীর কাছে দিয়ে নিজেই নমস্কার জানিয়ে হাত আগে বাড়িয়ে দেন। তারপর রাহুল গান্ধী দেশের প্রথম নাগরিক তথা রাষ্ট্রপতির সাথে করমর্দন করেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2IZqhuM
Bengali News