-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

শপথ গ্রহণের ১ দিনের মাথায় এই ৫ টি প্রতিশ্রুতি পূরণ করে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী।

- June 01, 2019


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশে আরো একবার ক্ষমতায় চলে এসেছেন । তবে এই মোদী আর ২০১৪ সালের মোদী নেই। বর্তমানে মোদী ২০১৪ সালের মোদীর থেকে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি দক্ষ নেতা। এর কারণ ৫ বছর ধরে দেশের সমস্যার সাথে লড়াই করতে করতে উনি আগের তুলনায় অনেক বেশি নিপুণতা লাভ করেছেন। শুধু এই নয়,২০১৪ সালের থেকে বেশি ভোট পাওয়ার কারণে মোদীর হাত আগের থেকে বেশি মজবুত হয়েছে। এখন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মোদীকে দুবার চিন্তা করতে হবে না, নির্দ্বিধায় সিদ্ধান্ত নিতে পারবেন। আজকের মোদীর কাঁধ এতটাই উঁচু হয়েগেছে যে ইনার সামনে বিরোধীরা কোনো চ্যালেঞ্জ নয়। আর ভবিষ্যতেও বিরোধীরা মোদীর জন্য কোনো চ্যালেঞ্জ হবার নয়। যতদিন মোদী আছেন ততদিন মোদীই থাকবেন। এখন মোদীর সামনে একটাই চ্যালেঞ্জ দেশের বিকাশ।


বর্তমানের প্রধানমন্ত্রী হলেন মোদী ২.০, যাকে ভারতের জনতা প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে দিয়েছেন। এখন দেশের মূল সমস্যার সাথে হাতাহাতি করে দেশের দুর্বলতা দূর করাই মোদী ২.০ এড কাছে প্রধান চ্যালেঞ্জ। মোদীর উপর মানুষের আস্থা জমে গেছে, এবার শুরু হবে ভারতকে বিশ্বগুরুর আসনে বসানোর জন্য আসল লড়াই। জনতা নিজের কাজ করেছে অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় বসেই নিজের কাজ শুরু করে দিয়েছেন। শপদ গ্রহণের পর দিন থেকেই নেমে পড়েছেন মাঠে। জনগণকে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়িত করার কাজ শুরু করেছেন নরেন্দ্র মোদী। দেশের মানুষকে প্রধানমন্ত্রী মোদী যে পতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে ৫ টি গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করে দিয়েছেন। শপদ গ্রহণের ১ দিনের মাথায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোদী সরকার নিয়েছে তা লক্ষণীয়।

১)বলিদানি জওয়ানদের ছেলে মেয়েদের প্রাপ্ত স্কোলারশিপে বৃদ্ধি:- মোদী সরকারের কেবিনেটের প্রথম বৈঠক সম্পন্ন হয়েছে। আর প্রথম বৈঠকেই নরেন্দ্র মোদী ২.০ এর সরকার দেশের জওয়ানদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার বলিদানি জওয়ানদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যে স্কোলারশিপ প্রদান করে তা বৃদ্ধি করা হয়েছে। শহীদ জওয়ানদের ছেলেদের স্কোলারশিপ ২০০০ টাকা প্রতি মাস থেকে বাড়িয়ে ২৫০০ টাকা প্রতি মাস করা হয়েছে। অন্যদিকে শহীদ জওয়ানদের মেয়েদের স্কোলারশিপ ২২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা প্রতি মাস করা হয়েছে।

২) প্রধানমন্ত্রী কৃষাণ যোজনার বৃদ্ধি:- নরেন্দ্র মোদীর সরকার আগেই গরীব কৃষকদের বছরে ৬০০০ টাকা তথা ২০০০ টাকা করে তিন ভাগে দেওয়ার কাজ শুরু করেছিল। এই টাকা ডিরেক্ট ব্যাঙ্ক খাতাতে পাঠানো হয়। যদিও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে কৃষকরা এই ধরনের সুবিধা পায় না। কারণ সেখানের রাজ্য সরকার কৃষকদের তথ্য কেন্দ্র অবধি পৌঁছায়নি বলে অভিযোগ সামনে এসেছিল। যাইহোক, নতুন মোদী সরকার প্রত্যেক কৃষকের জন্য এই যোজনা লাগু করে দিয়েছে। অর্থাৎ কৃষক গরিব হোক বা ধনী সকলেই ৬০০০ টাকা পাবে। আগে শুধু গরীব কৃষকদের জন্য এই যোজনা ছিল। এখন এই প্রকল্পের লাভ সকলেই পাবে।

৩) ছোট মাঝারি ব্যাবসায়ীদের জন্য পেনশন:- যে সমস্থ ট্রেডার্সদের বছরে টার্নওভার ১.৫ কোটির থেকে কম তাদেরকে পেনশেন দেবে সরকার। শপদ গ্রহণের পরই কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী ২.০ এর সরকার। সেল্ফ এমপ্লয়ি এবং ছোট ব্যাবসায়ী যাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তারা এই যোজনায় নিজের নাম অন্তর্ভুক্ত করাতে পারবে। ব্যাবসায়ী, দোকানদার ইত্যাদিদের বয়স ৬০ বছর হলেই এই প্রকল্পের মাধ্যমে মাসে ৩০০০ টাকা পৌঁছে যাবে তাদের ব্যাংকের খাতায়।

৪)লাইভস্টক ভাকসিনেশন:- গরু, মহিষ ইত্যাদি গবাদি পশুদের FMD(The Food and Mouth Disease) থেকে রক্ষা করা সরকার স্পেশ্যাল প্রকল্প চালু করেছে। যার মাধ্যমে এই সব রোগের নিয়ন্ত্রণ করা হবে। টিকা ওষুধ ইত্যাদির জন্য ১৩,৩৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগত ৫ বছরের মধ্যে এই ধরণের রোগকে মুছে ফেলার প্রয়াস করা হবে।

৫) ছোটো ও মাঝারি কৃষকদের জন্য পেনশন:- ৬০ বছর বয়স হলে কৃষকদের খাতায় ৩০০০ টাকার ঢুকবে। এর জন্য এখন থেকে এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে হবে। এর জন্য সরকার ১০৭৭৪ কোটি টাকা বরাদ্দ করেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2wxNWNc
Bengali News
 

Start typing and press Enter to search