লোকসভা নির্বাচনে এরাজ্যে বিজেপির অভূতপূর্ব সাফল্যের পর চনমনে গেরুয়া শিবির। ভোটের ফলাফলের পর শাসক দল তৃণমূল (All India Trinamool Congress) থেকে একের পর এক নেতা, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য নাম লেখাচ্ছেন বিজেপিতে (Bharatiya Janata Party)। দল ত্যাগ এবং একের পর এক পুরসভা হাতছাড়া হওয়ার ঘটনায় চরম চাপে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। ভাটপাড়া পুরসভার কাউন্সিলররা তৃণমূল ছেড়ে বিজেপিত যোগ দেওয়ার পরের দিনই দৌড়ে নৈহাটি যেতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে গিয়েও নিজেদের হাতে আনতে পারেন নি পুরসভা। সদ্য বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলরেরা তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। আরেকদিকে বিজেপির সাংসদ তথা বাহুবলি নেতা অর্জুন সিং টিটাগড়, কাঁচড়াপাড়া, ব্যারাকপুর, বীজপুর পুরসভা দখলের ডাক দিয়েছেন।
এবার এর রেশ কাটতে না কাটতেই আরেক বোঝা এসে চাপল তৃণমূলের উপর। ভাটপাড়া, হালিশহর এর পর এবার পুরাতন মালদহ পুরসভা দখলের ডাক দিলো বিজেপি। বিজেপির নেতারা জানিয়েছিনে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই পুরসভা দখল নেবে তাঁরা। ২০ আসনের এই মালদহ পুরাতন পুরসভায় ১৯ টি আসনই শাসক দল তৃণমূলের দখলে। আর ওই ১৯ জনের মধ্যে ১৪ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন পুরাতন মালদহ শহরের বিজেপি সভাপতি চন্দন দে।
যদিও বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি একটাও কাউন্সিলর বিজেপিতে যোগ দেয়নি। বিজেপি সবার মধ্যে ভয়ের আবহাওয়া তৈরি করার জন্য ভুয়ো খবর ছড়াচ্ছে। বিজেপির এই স্বপ্ন কোনদিনও পূরণ হবেনা বলে জানান পুরাতন মালদহ শহরের তৃণমূল সভাপতি বিভূতি ভূষণ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, ২০ টি আসন বিশিষ্ট পুরাতন মালদহ পুরসভার ১৯ টি আসনই তৃণমূলের দখলে। আরেকটি সিপিএমএর। তবে এদের মধ্যে ১৪ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলে পালাবদল অসম্ভব না।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HQyXVb
Bengali News