ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মোদী সরকারে স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার পর এবার এই নিয়ে গুঞ্জন চলছে যে, দলের আগামী সভাপতি কে হবেন? সভাপতি পদ নিয়ে বিজেপিতে নির্বাচনও শুরু হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বায়িত্ব সামলানোর পর অমিত শাহ দলের মহাসচিবদের সাথে রাত ৯ টা পর্যন্ত বৈঠক করেন। ওই বৈঠকে রাজ্যের সংগঠন গুলোতে শীঘ্রই নির্বাচন করা নিয়ে চর্চা হয়। ওই নির্বাচন প্রক্তিয়া শুরু হলেই, বিজেপির সর্বভারতীয় সভাপতির নির্বাচনের রাস্তা পরিস্কার হবে।আপনাদের জানিয়ে রাখি, দেশ জুড়ে ৫০ শতাংশের থেকেও বেশি রাজ্যে নির্বাচন হওয়ার পরেই দলের সর্বভারতীয় সভাপতির নির্বাচন হবে।
এর আগে ২০১৮ এর সেপ্টেম্বর মাসে বিজেপির রাষ্ট্রীয় কার্যকারিণীর বৈঠকে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে অমিত শাহ-এর কার্যকাল ছয় মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়।এবার নির্বাচনে বিজেপি অভূতপূর্ব জয় হাসিল করে নিয়েছে। আর অমিত শাহও গুজরাটের গান্ধীনগর লোকসভা আসন থেকে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। এরপর গত ৩০ মে ওনাকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী পদের দ্বায়িত্ব দেওয়া হয়। আর ওনার স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার পর থেকেই দলের সর্বভারতীয় সভাপতি পদ নিয়ে চর্চা শুরু হয়।শোনা যাচ্ছে যে, বিজেপি জেপি নাড্ডা আর ভুপেন্দ্র যাদবের মধ্যে কোন একজনের নাম বেছে নিতে পারে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জেপি নাড্ডা এই দৌড়ে সবার আগে রয়েছেন। আর জেপি নাড্ডার এই দৌড়ে সবার আগে থাকার প্রধান কারণ হল, উত্তর প্রদেশে উনি পর্যবেক্ষক থাকাকালীন সেখানে বড়সড় জয় হাসিল করেছিল বিজেপি।
আর ওনাকে এবার কোন মন্ত্রীর দ্বায়িত্ব দেওয়া হয়নি।এবার এটাই দেখতে হবে যে, বিজেপির নতুন সভাপতি রুপে কার নাম আগে আসে।জেপি নাড্ডা হিমাচল প্রদেশের ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। ওনার উপর বিজেপির শীর্ষ নেতৃত্বের অগাধ বিশ্বাস আছে, আর তিনি বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর কাছের মানুষ বলেই পরিচিত। উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সাথেও যুক্ত, আর ওনার ভাবমূর্তিও পরিস্কার। তিনি ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA সরকারে স্বাস্থ মন্ত্রী ছিলেন। বিজেপি সূত্র অনুযায়ী, জেপি নাড্ডা বিজেপির সংসদীয় বোর্ডেরও সদস্য, এই বোর্ড বিজেপির নির্নয় স্থির করে। আর এই জন্য জেপি নাড্ডা সর্বপ্রথম বিকল্প রুপে উঠে আসছে।আরেকদিকে ভুপেন্দ্র সিং যাদব বিজেপির অনেক গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন।
উনি বর্তমানে রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ। এর সাথে তিনি সংগঠনে মহাসচিব পদেরও দ্বায়িত্বে আছেন । ভুপেন্দ্র যাদব গুজরাটেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওনাকে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ’এর ঘনিষ্ঠ বলে জানা যায়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Z3xReu
Bengali News