-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবরঃ তৃণমূলের পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলেরই কাউন্সিলরেরা!

- June 07, 2019


তৃণমূল (All India Trinamool Congress) পরিচালিত বনগাঁ পৌরসভায় (Bongaon Municipality) চরম অস্বস্তিকর ঘটনা ঘটে গেলো তৃণমূলের সাথেই। সেখানকার তৃণমূলের কাউন্সিলরেরাই তৃণমূলের পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন। শুক্রবার সকালে তাঁরা স্বাক্ষর করে একটি আবেদন পত্র মহাকুমা শাসকের কাছে জমা দেন। ওই আবেদন পত্রে পুর প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এই ঘটনার পর বনগাঁর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এমনিতেই গত লোকসভা নির্বাচনে বনগাঁ আসন দখল করেছে বিজেপি। তাঁর মধ্যে বনগাঁ পুরসভার ২২ টি আসনের মধ্যে ২১ টিতেই তৃণমূল হেরেছে লোকসভা ভোটের নিরিখে। বনগাঁ পুরসভার ২২ টি আসনের মধ্যে ২০ টি আসন শাসকদল তৃণমূলের দখলে। একটি একটি করে আসন সিপিএম ও কংগ্রেসের দখলে।

একদিকে দিকে দিকে এক এক করে পঞ্চায়েত ও পুরসভা দখল নিচ্ছে বিজেপি। আরেকদিকে বনগাঁ পুরসভার আজকের ঘটনা আরও ভাবাচ্ছে তৃণমূলকে। তৃণমূলের কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া অভিযোগ করে বলেন, পুরো প্রধান শংকর আঢ‍্যর কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে বনগাঁর সাধারণ মানুষ। আর তাঁর প্রমাণ মিলেছে এই লোকসভা ভোটে। পুর নাগরিকদের পাশাপাশি পুর প্রধানের কাজকর্মে অসন্তুষ্ট বেশিরভাগ কাউন্সিলরাও। আর এই অবস্থায় অনাস্থা আনা ছাড়া কোন উপায় ছিলনা  বলে জানান তিনি।

যদিও এই ব্যাপারে পুর প্রধান শংকর আঢ‍্যর কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। উওর ২৪পরগনা জেলার বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, বনগাঁ পুরসভা দীর্ঘদিন ধরে মানুষের পাশে না দাঁড়িয়ে, মানুষকে যন্ত্রণা দিয়ে চলেছে। এমনকি দলের কাউন্সলিরদেরও ছারেনি পুরপ্রধান। সেইজন্য দলের লোকেরাই আজ পথে নেমেছে। এবার পুরসভায় রাবণ বধের সূচনা হল।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2IvNO6C
Bengali News
 

Start typing and press Enter to search