পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল আর বিজেপির মধ্যে রাজনৈতিক তিক্ততা লাগাতার বেড়েই চলেছে। এবার তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখে জানিয়েছেন যে, তিনি নীতি আয়োগের (NITI Aaayog) বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না।
চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লেখেন, ‘নীতি আয়োগের কাছে আর্থিক অধিকার এবং রাজ্যকে সমর্থন দেওয়ার অধিকার নেই, এই জন্য আমার ওই বৈঠকে যাওয়া বেকার।” আপনাদের জানিয়ে রাখি, এর আগেও নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এরাজ্যে রাজনৈতিক হিংসার বলি বিজেপি কর্মীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই, মমতা ব্যানার্জী সেই বৈঠকে জাননি। উনি বলেছিলেন, ‘এরাজ্যে রাজনৈতিক হিংসার কারণে কোন বিজেপি কর্মীই হত্যা হয়নি। সব পারিবারিক বিবাদের কারণে হয়েছে। বিজেপি লাশ নিয়ে রাজনীতি করছে।”
West Bengal Chief Minister Mamata Benerjee writes to Prime Minister Narendra Modi stating 'given that the NITI Aaayog has no financial powers and the power to support state plans it is fruitless for me to attend the meeting (June 15).' pic.twitter.com/TuQKfx5FaX
— ANI (@ANI) June 7, 2019
কিন্তু এরপর আবার নিমতায় তৃণমূল কংগ্রেস কর্মী খুন হওয়ার পর মমতা ব্যানার্জী নিজে লাশ নিয়ে রাজনীতি করে, সেটার দোষ বিজেপির ঘাড়ে চাপিয়েছেন, এবং নিমতায় মৃত কর্মীদের পরিবারের সাথে দেখাও করবেন তিনি। উপযুক্ত প্রমাণ না থাকা স্বত্বেও দুই বিজেপি কর্মীকে সন্দেহের বসে গ্রেফতার করেছে পুলিশ। নিমতায় লাশ নিয়ে রাজনীতি করে মমতা ব্যানার্জী বিজেপিকে দোষী সাব্যস্ত করতে ব্যাস্ত।
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন শুরু হওয়ার সাথে সাথেই বিজেপির আর তৃণমূলের মধ্যে তিক্ততা আরও বেড়ে যায়। রাজ্যে বারংবার বিজেপি কর্মীদের উপর অত্যাচারের ঘটনা উঠে আসে চারিদিক থেকে। আর প্রতিটিতেও অভিযুক্ত তৃণমূল। এমনকি ভোটের দিন গুলোতেও রাজ্যে চরম অশান্তির পরিবেশ দেখতে পারে রাজ্যবাসী।
আরেকদিকে কলকাতায় অমিত শাহ এর রোড শোয়ের দিনে, অমিত শাহ এর র্যালিতে আক্রমণ করে তৃণমূল সেদিন সবরকম সৌজন্যতা ত্যাগ করে। এমনকি সেদিন বিদ্যাসাগরের মূর্তিও ভাঙা হয়। সেই ঘটনার তদন্ত না করেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘটনার দায় বিজেপির উপর চাপিয়ে দেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Wzp7QB
Bengali News